বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ISRO Team in Jadavpur: যাদবপুরের সুরক্ষায় এবার ইসরোর টিম, র‌্যাগিং রুখতে এবার কড়া ডোজের দাওয়াই

ISRO Team in Jadavpur: যাদবপুরের সুরক্ষায় এবার ইসরোর টিম, র‌্যাগিং রুখতে এবার কড়া ডোজের দাওয়াই

এর আগে ইউজিসি টিমও এসেছিল যাদবপুরে। (ANI Photo) (Shyamal Maitra)

সম্প্রতি ইসরোর বিজ্ঞানীদের টিম চাঁদের বুকে চন্দ্রযান নামিয়ে ফেলেছে। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে সুরক্ষা নিশ্চিত করতে এগিয়ে এল ইসরোর টিম।

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। সেই সঙ্গেই র‌্যাগিংয়ের অভিযোগকে ঘিরেও নানা চাপানউতোর। তবে মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খতিয়ে দেখে ইসরোর টিম। মূলত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কী ধরনের প্রযুক্তি লাগু করা যায় সেটা খতিয়ে দেখেন তারা। বহিরাগতদের আগমন রুখতে, র‌্যাগিং রুখতে এবার কার্যকরী পদক্ষেপ নেবে ইসরোর টিম।

সম্প্রতি ইসরোর বিজ্ঞানীদের টিম চাঁদের বুকে চন্দ্রযান নামিয়ে ফেলেছে। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে সুরক্ষা নিশ্চিত করতে এগিয়ে এল ইসরোর টিম। এর আগে রেডিও ফ্রিকোয়েন্সি ডিভাইস বসানো হতে পারে বলে চর্চা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের অন্দরে। তবে এবার ইসরোর টিম ঠিক কী ধরনের সুপারিশ করে সেটাই দেখার। তবে তারা এরপরেও বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন বলে খবর।

ইসরোর এক প্রতিনিধি সংবাদমাধ্যমের জানিয়েছেন, কোন ধরনের প্রযুক্তি এখানে ব্যবহার করা যায় সেটা দেখা হচ্ছে। বাস্তবসম্মত ব্যবস্থা সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে। ক্যাম্পাসের জন্য সেই প্রযুক্তিগত ব্য়বস্থা কতটা ঠিকঠাক হবে সেটা দেখা হচ্ছে।

এদিকে দুই বিজ্ঞানী ক্যাম্পাসের নানা অংশ ঘুরে দেখেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে কথাবার্তা বলেন।

তবে কি স্যাটেলাইটের মাধ্যমের কি যাদবপুরে সুরক্ষার ব্যবস্থা করবে ইসরো? যাদবপুরের এক আধিকারিক জানিয়েছেন, এখনও ভাবা হয়নি। তবে সবটাই খতিয়ে দেখছেন তাঁরা। দুজন বিজ্ঞানী এসেছেন।

ইসরোর প্রতিনিধি জানিয়েছেন, আমরা স্টাডি করে দেখছি। বাস্তবসম্মত কী পদ্ধতি লাগু করা যায় সেটা দেখা হচ্ছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে পড়ে সম্প্রতি এক ছাত্রের মৃত্যু হয়েছিল। তার উপর র‌্যাগিং করা হত বলে অভিযোগ। তবে তারপর বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে প্রাক্তনীদের বের করতে কড়া পদক্ষেপ নেওয়া হয়। ইতিমধ্য়েই এই ঘটনায় একাধিকজনকে গ্রেফতার করা হয়।

এরপরই অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ে চত্বরের একাংশে বিগতদিনে সিসি ক্যামেরা বসাতে বাধা দেওয়া হয়েছিল। এমনকী বিশ্ববিদ্যালয়ের হস্টেলে দিনের পর দিন ধরে র‌্যাগিং করা হত বলে অভিযোগ। সেখানে সিনিয়ররা রীতিমতো দাদাগিরি চালাত বলে অভিযোগ। তবে এবার ইসরো কী পদক্ষেপ নেয় সেটাই দেখার।

 

বন্ধ করুন