বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ISRO: র‌্যাগিং রুখতে ইসরোর প্রযুক্তি, বৃহস্পতিবার যাদবপুরে আসতে পারে প্রতিনিধি দল

ISRO: র‌্যাগিং রুখতে ইসরোর প্রযুক্তি, বৃহস্পতিবার যাদবপুরে আসতে পারে প্রতিনিধি দল

যাদবপুর বিশ্ববিদ্যালয়।  (HT_PRINT)

গত শুক্রবারই ইসরোর সঙ্গে আলোচনার পর বুদ্ধদেব সাউ জানিয়েছিলেন, কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা র‌্যাগিং আটকানো যায় তা নিয়ে কথা হয়েছে। সেই সময়ই তিনি জানিয়েছিলে, আগামিদিনে ইসরোর টিম আসতে পারে বিশ্ববিদ্যালয়ে। সেই টিমই আসবে বৃহস্পতিবার।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধ করতে ইসরোর কাছে প্রযুক্তিগত সাহায্য চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ নিয়ে ইসরোর সঙ্গে আলোচনা করার জন্য নবনিযুক্ত অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে দায়িত্বও দিয়েছিলেন। সেই গত শুক্রবার উপাচার্য ইসরোর সঙ্গে এ নিয়ে আলোচনায়ও করেছিলেন। এ বার তাদের প্রতিনিধি দল আসতে পারে বিশ্ববিদ্যালয়ে।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার ইসরোর প্রতিনিধি দল আসতে। তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দেখার পাশাপাশি হস্টেলেও যেতে পারে। গত শুক্রবারই ইসরোর সঙ্গে আলোচনার পর বুদ্ধদেব সাউ জানিয়েছিলেন, কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা র‌্যাগিং আটকানো যায় তা নিয়ে কথা হয়েছে। সেই সময়ই তিনি জানিয়েছিলে, আগামিদিনে ইসরোর টিম আসতে পারে বিশ্ববিদ্যালয়ে। সেই টিমই আসবে বৃহস্পতিবার।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ইসরোর প্রতিনিধিরা মূলত দেখবে, ভিডিয়ো অ্যানালিটিক্স, টার্গেট ফিক্সিং এর মতো প্রযুক্তি যাদবপুরে কাজ করবে কি না। রেডিয়ো ফ্রিকোয়েন্সি ব্যবহার নিয়ে ওই দিন একটি বৈঠক হতে পারে। হস্টেলেও কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা সম্ভব, বুঝে নিতে হস্টেলেও যেতে পারে ইসরোর প্রতিনিধি দল।

(পড়তে পারেন। কবে শুরু হবে CCTV বসানোর কাজ, উত্তর দিলেন JU-র রেজিস্ট্রার)

(পড়তে পারেন। গত ৫ বছরে র‌্যাগিং রুখতে কী পদক্ষেপ? যাদবপুরের কাছে রিপোর্ট চাইল রাজ্যের কমিটি)

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুরুতেই দুটি ছাত্র সংগঠনের বিরোধের মুখে পড়েন উপাচার্য।

পরে অবশ্য রেজিস্ট্রার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের তরফে এই প্রস্তাব উচ্চশিক্ষা দফতরের কাছে পাঠানো হয়েছে। দফতরের তরফে মৌখিকভাবে সিসিটিভি বসানোর আশ্বাস দেওয়া হয়েছে। তবে এর জন্য কিছু সময় লাগবে বলেই তিনি জানান। কারণ নিয়ম অনুযায়ী, আর্থিক সাহায্যের জন্য এই প্রস্তাব পাঠানো হবে অর্থ দফতরে। এরপর অর্থ দফতরের অনুমোদন মিললেই আর্থিক সাহায্য পাওয়া যাবে। তারপরে সিসিটিভি বসানো কাজ শুরু হয়ে যাবে।

বাংলার মুখ খবর

Latest News

টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে পছন্দের ভারতীয় খাবারের নাম বললেন মর্নি মর্কেল আগে কুণালকে গ্রেফতার করা উচিত ছিল, একযোগে সরব বাম - বিজেপি করম পুজো কী? কারা করেন এই পুজো? এর ইতিহাস এবং মাহাত্ম্য চমকে দেওয়ার মতোই গালওয়ান সহ ৪ জায়গা থেকে সরেছে সেনা, ডোভালের সঙ্গে বৈঠকের পর বড় দাবি চিনের ঋ-র কথার দাম নেই! ক্ষোভ উগরে অভিনেত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন রচনা-পুষ্পিতা ডাক্তারদের আন্দোলনের মাঝেই ফের মৃত্যু আরজি করে, এবার প্রাণ গেল ২৪-এর যুবকের মহিলা কর্মীদের শৌচালয়ে গোপন ক্যামেরা বসিয়েছিলেন চিকিৎসক! লালবাগচার দর্শনে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী সিমরন! বললেন, ‘ধাক্কা দিয়ে…’ সংস্কারের পথে কালিম্পং-এর মর্গ্যান হাউস, পুরনো ঐতিহ্য বজায় থাকছে কি ধরনামঞ্চে হামলার চক্রান্ত, অডিয়ো ক্লিপের সূত্রে গ্রেফতার হলেন CPIM নেতা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.