এগরায় গিয়ে বিস্ফোরণ কাণ্ডের জন্য মাথা নত করে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিস্ফোরণের ঘটনার পর তার চোখ খুলেছে বলে জানিছেন তিনি। তাই বাজি ক্লাস্টার তৈরির উদ্যোগ নিচ্ছেন তিনি। একে কটাক্ষ করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, সরকারের তিন দফা হওয়ার পর তাঁর চোখ খুলল। আসলে তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন তাঁর অযোগ্যতা।
শনিবার এক সাংবাদিক বৈঠকে অধীর বলেন, 'চোখ খুলতেই ১২ বছর সময় লাগলো। যখন সারা বাংলায় বোমা বিস্ফোরণের ফলে মৃত্যুর মিছিল। এতদিন পর মুখ্যমন্ত্রীর এগরায় যাওয়ার কথা মনে পড়ল।' '
ঘটনার ১১ দিন পর মুখ্যমন্ত্রী এগরা গেলেন। কেন তিনি দেরিতে এসেছেন তাঁর যুক্তি হিসাবে বলেন, তাঁর আসার ইচ্ছা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তিনি আসতে পারেন। মুখ্যমন্ত্রীর এই যুক্তিকে নিশানা করেছেন অধীর। তিনি বলেন,'আবহওয়ার জন্য সারা বাংলার কর্মকাণ্ড বন্ধ থাকেনি। শুধু এগরা যাওয়ার জন্য তাঁর সময়ের অভাব পড়েছি।' এই প্রসঙ্গে অধীরের কটাক্ষ, 'আপনি এখন মৃতের গায়ে আতর ছেটানোর চেষ্টা করছেন।' এ দিন এগরায় মুখ্যমন্ত্রী নিহতের পরিবারকে আড়াই লক্ষ টাকা ও পরিবারের একজন হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রীর ভুল স্বীকার নিয়েও সমালোচনা করেন অধীর। তিনি বলেন'সারদা-নারদা কাণ্ড থেকে সবাই জানে,যখনই কোন ভুল হয়, তখনই আপনি বলেন আমার ভুল হয়েছে। তার পরক্ষণেই আপনি তা ভুলে যান। উত্তরমেরু থেকে দক্ষিণ মেরুর যতটা ততটাই ফারাক। যতটা আপনার ভুল আর ভুলে যাওয়ার। '
অধীর বলেন, 'বাংলায় আপনার আমলে সবচেয়ে বেশি বোমা, গুলি, জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। তার প্রতিবাদের চাপে পড়ে মুখ্যমন্ত্রী এগরা গিয়েছেন।'