টেট পরীক্ষা বানচালের চেষ্টার অভিযোগ তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে যে ভাবে পরীক্ষা পরিচালিত হয়েছে তা শিক্ষা দফতর সম্পর্কে ইতিবাচক বার্তা তুলে দেবে বলে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী।
পাঁচ বছর পর অনুষ্ঠিত টেট পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের মধ্যে যেমন উত্তেজনা ছিল তেমনি রাজ্য সরকারের কাছে একে সুষ্ঠ ভাবে সম্পন্ন করটা ছিল একটা চ্যালেঞ্জ। তা সুষ্ঠ ভাবেই সম্পন্ন হয়েছে বলে দাবি করে ব্রাত্য বসু বলেন, 'একটা গণ উৎসবের মতো হয়েছে। একটা দল চেষ্টা চালাচ্ছিল যাতে আমাদের পরীক্ষা বানচাল হয়। কিন্তু যে ভাবে সংগঠিত হয়েছে তাতে তাদের কাছেও বার্তা পৌঁছবে।'
এর আগে প্রশ্ন ফাঁস নিয়ে বিরোধী দলনেতার দাবিকে নসাৎ করে দিয়ে বলেন,'কোনও প্রশ্ন ফাঁস হয়নি।' এই প্রসঙ্গে তিনি আরও বলেন,'আমাদের দফতর সম্পর্কে একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা হয়েছিল। আশা করি এই পরীক্ষাই বার্তা দেবে।' তবে নিয়োগের ব্যাপারে আদালতের হস্তক্ষেপেই সব সিদ্ধান্ত নেওয়া হবে বলেন জানিয়ে দেন শিক্ষামন্ত্রী। তাঁর কথায়,'সবাই হয়তো চাকরি পাবেন না। এটা আজ একটা প্রাথমিক পদক্ষেপ করা হল। নিয়োগের ব্যাপারে আদালতের হস্তক্ষেপেই আমরা যাবতীয় সিদ্ধান্ত নেব।'