বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > UGC-NET Paper Leak Reaction: ‘ফেল করলে ফেল করতাম, বুঝতাম যে আমার দোষ’, UGC-NET বাতিল নিয়ে ফুঁসছেন প্রার্থীরা

UGC-NET Paper Leak Reaction: ‘ফেল করলে ফেল করতাম, বুঝতাম যে আমার দোষ’, UGC-NET বাতিল নিয়ে ফুঁসছেন প্রার্থীরা

UGC-NET পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে, ফুঁসছেন প্রার্থীরা, দিল্লিতে আটক করা হচ্ছে এক বিক্ষোভকারীকে। (ছবি সৌজন্যে এএনআই)

কঠোর পরিশ্রম করে যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, সেই UGC-NET পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন প্রার্থীরা। তাঁরা কিছুতেই মেনে নিতে পারছেন যে এতদিন ধরে প্রস্তুতি নেওয়ার পরে তাঁদের শুনতে হচ্ছে যে তাঁদের পুরো পরিশ্রমই বৃথা গেল।

‘ফেল করলে ফেল করতাম, বুঝতাম যে আমার দোষ, কিন্তু এভাবে পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার বিষয়টি চরম হতাশাজনক’- UGC-NET বাতিল হয়ে যাওয়ায় চূড়ান্ত ক্ষোভে ফুঁসতে-ফুঁসতে বললেন UGC-NET পরীক্ষার এক প্রার্থী। ২০২২ সালে মিউজিওলজি নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পরে ১৮ জুন প্রথমবার নেট পরীক্ষায় বসেছিলেন কলকাতার সিমোন সরকার। পরীক্ষাও মোটামুটি ভালো হয়েছিল। কাট-অফ কত হবে, প্রথমবারেই নেট ‘ক্র্যাক’ করতে পারবেন কিনা, সেইসব বিষয়গুলি নিয়ে যখন ভাবনাচিন্তা করছিলেন, সেইসময় জানতে পারেন যে পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে।

‘হতাশার থেকে বেশি রাগ ধরছে’

তারপর ক্ষোভে ফুঁসতে-ফুঁসতে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে সিমোন বলেন, ‘বাজে নম্বর এলে আসত। নিদেনপক্ষে এটা বুঝতাম যে হ্যাঁ, ভালোভাবে পড়িনি। এটা আমারই দোষ। কিন্তু এরকমভাবে পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার ব্যাপারটা চূড়ান্ত হতাশাজনক। তবে হতাশার থেকে বেশি রাগ ধরছে। এটা কী হচ্ছে! একদিন পরীক্ষা দিচ্ছি। পরদিন জানতে পারছি যে পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে।’

আরও পড়ুন: Students on UGC-NET 2024 cancellation: 'ভাবছিলাম অ্যানসার কি পাব, পরীক্ষা বাতিলের নোটিশ এল', হতাশ বাংলার NET প্রার্থীরা

তবে শুধু সিমোন নন, ক্ষোভে ফুঁসছেন ইউজিসি-নেট দেওয়া অন্যান্য প্রার্থীরাও। তাঁদের বক্তব্য, স্বপ্নপূরণের জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা। আর তারপর যখন শুনতে হয় যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার জন্য পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে, তখন একরাশ হতাশা গ্রাস করে ফেলে। মনে জন্মায় রাগ। সেই রাগ নিয়েই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী বলেন, 'রাজ্য সরকারের নিয়োগ পরীক্ষায় দুর্নীতি হচ্ছে। ইউজিসি-নেট পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে। আমরা তাহলে করবটা কী?'

'NET-র জন্য চাকরি ছেড়ে দিই'

নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রার্থী বলেন, ‘বাংলার স্নাতকোত্তর স্তরের ফাইনাল পরীক্ষা হওয়ার পরেই আমি একটি জায়গায় চাকরিতে যোগ দিয়েছিলাম। তখনও রেজাল্ট বের হয়নি। পরে ওই চাকরিটা ছেড়ে দিই। যেহেতু আমি পিএইচডি করে পড়াশোনার জগতেই থাকতে চাই, তাই সেই সিদ্ধান্ত নিয়েছিলাম। আর নেটের প্রস্তুতি নিচ্ছিলাম। তারপর খাটাখাটনি করে পরীক্ষা দিলাম। কিন্তু এখন পুরোটা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়ে গেল।’ 

আরও পড়ুন: NEET-UG 2024 Paper Leak: ফিজিক্সে ৮৫.৫, কেমিস্ট্রিতে ৫- NEET-র প্রশ্ন ফাঁসে ধৃতের নম্বর দেখে চমকে যাবেন!

সেইসঙ্গে তিনি বলেন, ‘আমাদের চাকরির বাজারের যা অবস্থা, তাতে এরকম একটা পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার বিষয়টি কোনওভাবে মেনে নেওয়া যায় না। একবার পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার পরে কবে ফের সেই পরীক্ষা নেওয়া হবে, তার কোনও ঠিক-ঠিকানা নেই। ভীষণভাবে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম। এতদিন ধরে পড়াশোনা করে, প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিলাম। কিন্তু এখন জানি না যে কী করব।’

প্রার্থীদের আশ্বাস কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আশ্বাস দিয়েছেন যে পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য যাবতীয় পদক্ষেপ করা হবে। পড়ুয়াদের সঙ্গে যাতে কোনওরকম অবিচার না হয়, সেটা নিশ্চিত করতে নরেন্দ্র মোদী সরকার বদ্ধপরিকর বলে দাবি করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। সেইসঙ্গে তিনি দাবি করেন, নেটের প্রশ্নপত্র ডার্কনেটে ছড়িয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: UGC-NET question leaked on darknet: ডার্কনেটে ছড়িয়ে পড়েছিল UGC-NET পরীক্ষার প্রশ্নপত্র, দাবি শিক্ষামন্ত্রীর

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.