বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu Adhikari: ‘রাজনৈতিক উদাসীনতা!’ জল পাচ্ছে না গ্রামের গরিবরা, কেন্দ্রকে চিঠি শুভেন্দুর

Suvendu Adhikari: ‘রাজনৈতিক উদাসীনতা!’ জল পাচ্ছে না গ্রামের গরিবরা, কেন্দ্রকে চিঠি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী।(ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

বৃহস্পতিবার বালুরঘাটে নিজের দত্তক নেওয়া গ্রামে গিয়ে জল নিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার পরই কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখে এই অভিযোগ জানালেন বিরোধী দলনেতা।

'রাজনৈতিক ভাবে অনুপ্রাণিত' হয়ে গ্রামের দরিদ্রদের প্রতি চরম উদাসীনতা দেখাচ্ছেন আমলারা। যে কারণে রাজ্যের একটা বড় অংশ পানীয় জলের তীব্র সংকটে ভুগছে। এই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বালুরঘাটে নিজের দত্তক নেওয়া গ্রামে গিয়ে জল নিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার পরই কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখে এই অভিযোগ জানালেন বিরোধী দলনেতা।

চিঠিতে তিনি লিখেছেন,'রাজ্যের একটা বড় অংশ পানীয় জল সংকটে ভুগছে। আমাদের রাজনৈতিক ভাবে অনুপ্রাণিত আমলাতন্ত্র, বিশেষ করে উচ্চস্তরের আমলাতন্ত্রের একটি অংশ গ্রামের দরিদ্র মানুষের প্রতি চরম উদাসীনতা দেখাচ্ছেন। ফলে যারা 'হর ঘর জল'-এর স্বপ্ন দেখেছিল তাঁদের সেই স্বপ্নভঙ্গ হয়েছে বলে চিঠিতে তিনি লিখেছেন।

(পড়তে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে চলতে গিয়েই ইডির হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা। বৃহস্পতিবার এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।)

বৃহস্পতিবার, দক্ষিণ দিনাজপুরের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম প্রসাদে সাধারণ মানুষের অভাবঅভিযোগ শুনতে যান বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু সেখানে স্থানীয় মানুষরা তাঁকে ঘিরে ধরে রাস্তা ও জলের দাবি জানাতে থাকে। তাঁদের অভিযোগ এলাকায় কল থাকলেও তা দিয়ে জল পড়ে না।

(পড়তে পারেন। আবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগেও রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নালিশ করেছিলেন শুভেন্দু অধিকারী।)

গ্রামবাসীদের সুকান্ত বলেন, 'কেন্দ্র সরকারের প্রকল্পে (জল জীবন প্রকল্প) এই গ্রামে বাড়ি বাড়ি পানীয় জল দেওয়া হয়েছে। স্থানীয় তৃণমূল নেতারা নিশ্চয়ই টাকা খেয়েছেন সে কারণে অতি নিম্নমানের কাজ করা হয়েছে। তাই গ্রামে জলের সমস্যা দেখা দিয়েছে।' যেহেতু তাঁর দত্তক নেওয়া গ্রাম, তাই এর পিছনে রাজনৈতিক উদ্দেশও রয়েছে বলে অভিযোগ করেন সুকান্ত।   পর পরই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীকে অভিযোগ জানিয়ে চিঠি লিখলেন শুভেন্দু।

বাংলার মুখ খবর

Latest News

কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.