বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে হেনস্থার ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে হেনস্থার ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন

যাদবপুর বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

রসায়ন বিভাগের প্রধানকে হেনস্থার ঘটনায় তৃণমূল নেতা তথা সারা বাংলা শিক্ষা বন্ধু সমিতির সভাপতি বিনয়কুমার সিংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। পরে রসায়ন বিভাগের প্রধান ছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী আলাদাভাবে বিনয়ের বিরুদ্ধে দুটি অভিযোগ জানিয়েছেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান স্বপনকুমার ভট্টাচার্যকে হেনস্থার ঘটনায় তদন্ত কমিটি গঠন করল কর্তৃপক্ষ। ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন ৪ জন ডিন এবং ৪ জন অধ্যাপক। তদন্ত করে এই কমিটি রিপোর্ট জমা দেবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে।

রসায়ন বিভাগের প্রধানকে হেনস্থার ঘটনায় তৃণমূল নেতা তথা সারা বাংলা শিক্ষা বন্ধু সমিতির সভাপতি বিনয়কুমার সিংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। পরে রসায়ন বিভাগের প্রধান ছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী আলাদাভাবে বিনয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দুটি অভিযোগ জানিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহামঞ্জু বসু বলেন, ‘সোমবার কমিটি গঠন করা হয়েছে। সদস্যরা তদন্ত করে প্রতিবেদন জমা দেবেন।’

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান একজন কর্মচারীকে সকালে ক্লাস রুম খুলতে বলেন। কিন্তু, সেই কর্মচারী ক্লাস রুম খুলতে অস্বীকার করেন। তারপর বিভাগীয় প্রধান নিজেই ক্লাস রুম খোলেন। যদিও ওই কর্মচারীকেই ক্লাস রুম খোলার দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ, এর আগেও ওই কর্মচারী দেরি করে এসেছিলেন। ফলে প্রথমার্ধের ক্লাস করাতে পারেননি অধ্যাপক। দ্বিতীয়ার্ধ থেকে ওই ক্লাসরুমে পড়ুয়াদের ক্লাস শুরু হয়। ৩০ নভেম্বর আবারও ক্লাসরুম খুলতে অস্বীকার করায় বিভাগীয় প্রধান ক্লাসরুম খুললেই বিনয় সিংহের নেতৃত্বে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ।

এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অধ্যাপকরা ক্লাস রুম থেকে বেরিয়ে বিশ্ব বিদ্যালয়ের অরবিন্দ ভবনে প্রতিবাদ জানান। রেজিস্ট্রার জেনারেলের কাছে তাঁরা লিখিত অভিযোগ জানান। তাঁরা দোষীদের শাস্তির দাবি জানান। এরপরেই তদন্ত কমিটি গঠন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলার মুখ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.