বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Jadavpur University: আর্থিক সংকট মেটাতে প্রাক্তনীদের উপর ভরসা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, গড়া হচ্ছে সেল

Jadavpur University: আর্থিক সংকট মেটাতে প্রাক্তনীদের উপর ভরসা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, গড়া হচ্ছে সেল

যাদবপুর বিশ্ববিদ্যালয়।

বুধবার ইসি বৈঠকে প্রাক্তনী সেল তৈরির বিষয়ে পদক্ষেপ করার সিদ্ধান্ত হয়েছে। উপাচার্য সুরঞ্জন দাস সমাবর্তন অনুষ্ঠানে বলেছিলেন, প্রাক্তনীরা বিশ্ববিদ্যালয়ের আর্থিক প্রয়োজনের সময়ে সাহায্য করেছেন। এই সেলে থাকবেন বিশ্ববিদ্যালয়ের– রেজিস্ট্রার, ডিন, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।

গত কয়েক মাস ধরেই আর্থিক সংকটে ভুগছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই অর্থ সংকট মেটাতে বিশেষ উদ্যোগ নিল কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনেক প্রাক্তনী বিভিন্ন নামী সংস্থায় কাজ করছেন। সেই সমস্ত প্রাক্তনীদের কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার জন্য প্রাক্তনী সেল তৈরির কথা আগেই চিন্তাভাবনা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অবশেষে সেই পথে হেঁটে প্রাক্তনী সেল গঠন করার বিষয়ে সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই সেলে প্রাক্তনীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আর্থিক সাহায্য করতে পারবেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকট মিটতে বলে মনে করছে কর্তৃপক্ষ।

গত বুধবার ইসি বৈঠকে প্রাক্তনী সেল তৈরির বিষয়ে পদক্ষেপ করার সিদ্ধান্ত হয়েছে। উপাচার্য সুরঞ্জন দাস সমাবর্তন অনুষ্ঠানে বলেছিলেন, প্রাক্তনীরা বিশ্ববিদ্যালয়ের আর্থিক প্রয়োজনের সময়ে সাহায্য করেছেন। তাই বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য প্রাক্তনীদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেলে থাকবেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা–যেমন রেজিস্ট্রার, ডিন, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। রেজিস্ট্রার স্নেহামঞ্জু বসু বলেছেন, ‘আমাদের প্রাক্তন পড়ুয়ারা অতিমারী চলাকালীন বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকটের সময় এগিয়ে এসেছিলেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাঁদের সাহায্য প্রয়োজন রয়েছে।’ উপাচার্য জানিয়েছেন, তিনি প্রাক্তন পড়ুয়াদের কাছ থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়ে সাহায্য পেয়েছিলেন। তিনি জানান, ‘কয়েক মাসের মধ্যে, আমরা ৯৫.৯ লক্ষ টাকা প্রাক্তনীদের কাছ থেকে সাহায্য পেয়েছি। আরও ১০ লক্ষ টাকা আমরা সাহায্য পাব।’

প্রাক্তনী সেল বিশ্ববিদ্যালয়ের নিয়মের আওতায় স্বাধীনভাবে কাজ করবে। গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালুমনি ফাউন্ডেশনের সভাপতি রঞ্জিত চক্রবর্তী বলেন, ‘সেলটি আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে প্রতিষ্ঠানটিকে সাহায্য করবে এবং বিশ্ববিদ্যালয়ের আরও উন্নয়ন সম্ভব হবে। 

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের এনআইআরএফ র‌্যাঙ্কিংয়ে যাদবপুর দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে রয়েছে চতুর্থ স্থান অধিকার করেছে। ইঞ্জিনিয়ারিং এবং গবেষণার ক্ষেত্রে উপরের তালিকায় রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তবে এই বিশ্ববিদ্যালয় আর্থিক সংকটে ভুগছে। ফলে কীভাবে এই র‌্যাঙ্কিং ধরে রাখা যায়. তা নিয়ে চিন্তাভাবনা করতে শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেষে প্রাক্তনী সেল গঠন করার চিন্তাভাবনা শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বন্ধ করুন