বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Jadavpur University: ক্যাম্পাসে মাদক সেবনে কড়া শাস্তি, কী নির্দেশিকা জারি করল যাদবপুর বিশ্ববিদ্যালয়?‌

Jadavpur University: ক্যাম্পাসে মাদক সেবনে কড়া শাস্তি, কী নির্দেশিকা জারি করল যাদবপুর বিশ্ববিদ্যালয়?‌

যাদবপুর বিশ্ববিদ্যালয়

ইদানিং ক্যাম্পাসে মাদক সেবন থেকে শুরু করে যৌনতার অভিযোগ পর্যন্ত উঠেছে ক্যাম্পাসের অন্দরে। তা নিয়ে নালিশও জমা পড়েছে। তাই এই নোটিশের পাশাপাশি শিক্ষার সঙ্গে যুক্ত নয় এমন কোনও বাণিজ্যিক কার্যকলাপও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দফতর থেকে জারি হয়েছে নির্দেশিকা।

সম্প্রতি প্রকাশিত এনআইআরএফের তালিকায় দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই নাকি ছাত্রছাত্রীরা মাদক সেবন করেন বলে অভিযোগ। এই নিয়ে একাধিকবার নানা নালিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে করেছিলেন শিক্ষক থেকে শুরু করে বেশ কয়েকজন ছাত্রছাত্রীও। এবার এই বিশ্ববিদ্যালয়ের অন্দরে মাদক সেবন ঠেকাতে পড়ল কড়া নোটিশ।

ঠিক কী ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে?‌ যাদবপুর বিশ্ববিদ্যালয় মেধা তালিকায় বারবার শীর্ষ দশে জায়গা ধরে রেখেছে। সম্প্রতি মাদক বিতর্কে নাম জড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। যা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে। এবার সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়েই ঝুলল কড়া নোটিশ। এই নোটিশে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উল্লেখ করেছে— মদ্যপান, মাদক সেবন বরদাস্ত করা হবে না। এসব করতে গিয়ে ধরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকী পড়াশোনার সময় এবং পরীক্ষা চলাকালীন সময়ে কোনওভাবে বাজানো যাবে না লাউডস্পিকার।

আর কী জানা যাচ্ছে?‌ যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ইদানিং ক্যাম্পাসে মাদক সেবন থেকে শুরু করে যৌনতার অভিযোগ পর্যন্ত উঠেছে ক্যাম্পাসের অন্দরে। তা নিয়ে নালিশও জমা পড়েছে। তাই এই নোটিশের পাশাপাশি শিক্ষার সঙ্গে যুক্ত নয় এমন কোনও বাণিজ্যিক কার্যকলাপও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দফতর থেকে জারি হয়েছে নির্দেশিকা। যা নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে।

ঠিক কী বলছে ছাত্র সংগঠন?‌ এই কড়া নির্দেশিকা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। এই বিষয়ে ফেটসুর ছাত্র নেতা অরিত্র মজুমদার বলেন, ‘‌হঠাৎ করে এই নোটিশ দেওয়া হয়েছে। সেটা চোখেও পড়েছে। তবে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে মতামত পরে জানাব।’‌ কিছুদিন আগেই বিনা অনুমতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল কর্তৃপক্ষ। এবার নতুন করে নোটিশ পড়ল।

বন্ধ করুন