বাংলার সরকার প্রস্তাবিত বাজেট অনেকটা কমিয়ে দেওয়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ‘উৎকর্ষকেন্দ্রে’র তালিকা থেকে বাদ পড়েছে। এমনটাই সংসদে জানাল কেন্দ্রীয় সরকার। এই বক্তব্য সংসদে রেখেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আর সংসদে এই প্রশ্ন তোলেন রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। সুতরাং প্রশ্নকর্তাও বিজেপির নেতা এবং উত্তরদাতাও বিজেপির নেতা। এটাই সমন্বয়। শমীকের প্রশ্নের জবাবে সুকান্ত আজ জানান, ৩ হাজার ২৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পশ্চিমবঙ্গ সরকার কমিয়ে ৬০৬ কোটি করেছে। তাই জাতীয় তালিকা থেকে বাদ পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ‘উৎকর্ষকেন্দ্র’ হিসেবে গড়ে তোলা যেতে পারে বলে প্রাথমিক তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছিল। কিন্তু চূড়ান্ত তালিকা থেকে এবার বাদ পড়েছে। এই বাদ পড়ার কারণ জানতে চেয়েই প্রশ্ন করেন শমীক। জবাবে সুকান্ত বলেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য শুরুতে ৩ হাজার ২৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাবিত হয়েছিল। পরে সেই বাজেট প্রস্তাব সংশোধন করে ৬০৬ কোটি টাকা করা হয়। ক্ষমতাপ্রাপ্ত বিশেষজ্ঞ কমিটি মনে করেছে, এই বাজেটে কোনও শিক্ষা প্রতিষ্ঠানকে উৎকর্ষকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। তাই ইউজিসি’র কাছে কমিটি সুপারিশ করেছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ওই তালিকা থেকে বাদ দেওয়া হোক। তাতেই অনুমোদন দিয়েছে।’
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি তৈরির প্রস্তাব, কর্তৃপক্ষকে চিঠি দিল কলকাতা পুলিশ
আরও পড়ুন: ‘মনটা রঙিন রাখুন সব ধর্মের জন্য’, বসন্ত উৎসবের সূচনা করে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
কদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলা হয়। বারবার এই বিশ্ববিদ্যালয়ে গোলমাল এবং অশান্তির ঘটনা ঘটায় এই তকমা হারাতে হল বলে মনে করা হচ্ছে। সদ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলা হয়। তা নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য–রাজনীতি। বাম–অতি বামদের আন্দোলনে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ব্রাত্যের গাড়ির ধাক্কায় দুই পড়ুয়া জখম হয় বলে অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘নৈরাজ্যে’র অভিযোগ তুলে তৃণমূল এবং বামেদের একযোগে কাঠগড়ায় তোলে বিজেপি। এবার এই ইস্যু নিয়ে মাঠে নামতে চাইছে বিজেপি।
এবার এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি তৈরি করার প্রস্তাব দেওয়া হল। লালবাজার থেকে চিঠি এবার এসে গেল বিশ্ববিদ্য়ালয়ের কর্তৃপক্ষের দুয়ারে। মঙ্গলবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে পরিষ্কার করে পুলিশ আউটপোস্ট বা ফাঁড়ি তৈরির করার কথা উল্লেখ করা হয়েছে। এমনকী একসপ্তাহের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মতামত জানাতে বলা হয়েছে।