রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ‘দেখে নেবেন’ বলে প্রকাশ্যেই হুমকি দিয়েছিলেন বিদায়ী রাজ্যপাল জগদীপ ধনখড়। তখন রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছিলেন, ‘সব তৃণমূল কংগ্রেস নেতারা আমার বিরুদ্ধে তোপ দাগলেও একমাত্র পার্থই আমার স্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। আমার স্ত্রী কোনও রাজনীতি করেন না। অথচ একমাত্র পার্থ চট্টোপাধ্যায়ই আমার স্ত্রীকে আক্রমণ করেছে। তাই ওঁকে আমি ছাড়ব না।’ পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই রাজ্যপালের সেই হুঁশিয়ারি নিয়ে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
ঠিক কী বলেছেন কুণাল ঘোষ? একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেন, ‘তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল গত ২৮ জুন রাজভবনে স্মারকলিপি দিতে গেলে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল। একবারের জন্যও বলছি না, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার এবং ইডি’র অভিযানের নেপথ্যে প্রাক্তন রাজ্যপালের সরাসরি যুক্ত। কাকতালীয় হলেও উনি চলে যাওয়ার পরই ২২ জুলাই ইডির অভিযান হয়। তাই একটা খটকা থেকেই যাচ্ছে।’
কেন এমন খটকা লাগছে? এই বিষয়ে কুণাল ঘোষ বলেন, ‘তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সেদিন রাজ্যপাল বলেছিলেন, আমার কাছে কয়েকটি ‘প্রেয়ার ফর প্রসিকিউশন’–এর ফাইল রয়েছে। সেগুলি নিয়ে শীঘ্রই ব্যবস্থা নেব।’ তাই মনে করা হচ্ছে তিনি সেই সব ফাইলে সই করে নয়াদিল্লি চলে গিয়েছেন। আর তারপর থেকেই কেন্দ্রীয় এজেন্সির উৎপাত শুরু হয়েছে।
আর কী বলেছেন কুণাল ঘোষ? রাজ্যপালের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘একবারও বলছি না, রাজ্যপাল বদলা নিতেই ইডি’র অভিযান করিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে, উনি বাংলা ছাড়তেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান করে গ্রেফতার করা বল। তাইবড়ই খটকা লাগছে।’