বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌আপনার বর্ধিত পরিবারও আপনার সঙ্গে রাজভবনে থিতু হয়েছে’‌, কড়া টুইট মহুয়ার

‘‌আপনার বর্ধিত পরিবারও আপনার সঙ্গে রাজভবনে থিতু হয়েছে’‌, কড়া টুইট মহুয়ার

রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। ছবি সৌজন্য–এএনআই।

এবার পালটা রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। যা নিয়ে এখন তোলপাড় রাজ্য–রাজনীতি।

রাজভবন–নবান্ন সংঘাত লেগেই রয়েছে। একুশের নির্বাচনের ফলাফল প্রকাশের পর শপথ অনুষ্ঠান শেষ হতে না হতেই শুরু হয়েছিল সংঘাত। যা আজও অব্যাহত রয়েছে। রাজ্যপাল টুইট করলেই সেই সংঘাত বাড়তি মাত্রা পাচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এদিনও তিনি মুখ্যসচিবকে তলব করেছেন। তার জেরে তিনি শাসকদলের রাজ্য সম্পাদকের তোপের মুখে পড়েছেন। এবার পালটা রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। যা নিয়ে এখন তোলপাড় রাজ্য–রাজনীতি।

ঠিক কী অভিযোগ করেছেন মহুয়া মৈত্র?‌ রবিবার টুইট করে মহুয়া অভিযোগ করেন, ‘‌রাজভবনের গুরুত্বপূর্ণ পদে নিজের আত্মীয়স্বজন এবং পরিবারের সদস্যদেরই নিয়োগ করেছেন রাজ্যরাল জগদীপ ধনখড়।’‌ এখানেই শেষ নয়, টুইটে তার প্রমাণ দিয়েছেন মহুয়া। এমনকী এই স্বজনপোষণের অভিযোগের প্রমাণ হিসেবে তিনি রাজভবনের একাধিক কর্মীর নাম, পদমর্যাদা এবং রাজ্যপালের সঙ্গে তাঁদের সম্পর্ক বিস্তারিত উল্লেখ করে শোরগোল ফেলে দিয়েছেন। যার জেরে ব্যাকফুটে যেতে হতে পারে রাজ্যপালকে বলে মনে করা হচ্ছে। এখন শাসকদলের হাতে এই ইস্যু বড় অস্ত্র হিসাবেও দেখছেন রাজনৈতিক কুশীলবরা।

দেখে নেওয়া যাক কেমন সেই তালিকা। মহুয়ার পোস্ট করা এই তালিকা অনুযায়ী, রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) পদে রয়েছেন অভ্যুদয় সিং শেখাওয়াত। যিনি রাজ্যপালের জামাইবাবুর ছেলে। আবার ওএসডি কো–অর্ডিনেশন পদে রয়েছেন অখিল চৌধুরী। যিনি রাজ্যপালের পরিবার ঘনিষ্ঠ। আবার ওএসডি অ্যাডমিনিস্ট্রেশন পদের দায়িত্বে থাকা রুচি দুবে রাজ্যপালের প্রাক্তন এডিসি মেজর গৌরাঙ্গ দীক্ষিতের স্ত্রী। এমনকী ওএসডি প্রোটোকলের দায়িত্বে থাকা প্রশান্ত দীক্ষিত মেজর গৌরাঙ্গের ভাই।

পরিবারের বিস্তার এখানেই শেষ নয়। মহুয়া জানান, ওএসডি আইটি’‌র দায়িত্বে থাকা কৌস্তভ এস ভালিকার রাজ্যপালের বর্তমান এডিসি’‌র জামাইবাবু। আর রাজভবনে সদ্য নিযুক্ত হওয়া ওএসডি কিষাণ ধনখড় রাজ্যপালের নিকট আত্মীয়। এই তালিকা পেশ করে মহুয়া দাবি করেছেন, নিকট আত্মীয়দেরই রাজভবনে কাজের সুযোগ করে দিচ্ছেন রাজ্যপাল। রাজ্যপাল–সহ এদের সবাইকে সরিয়ে দিলেই পশ্চিমবঙ্গের পরিস্থিতির উন্নতি হবে।

এই তালিকার সঙ্গে একটি টুইটও করেন মহুয়া মৈত্র। টুইটে সাংসদ লেখেন, ‘‌অ্যান্ড আঙ্কলজি, আপনার বর্ধিত পরিবারও আপনার সঙ্গে রাজভবনে থিতু হয়েছে।’‌ রাজ্যপাল অবশ্য এখনও এই টুইটের জবাব দিতে পারেননি। তবে নিশ্চয়ই দেবেন এই আশা রেখেছেন সাংসদ। রাজ্যপাল নির্বাচন পরবর্তী হিংসা–সহ একাধিক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে নিশানা করছেন। এই পরিস্থিতিতে মহুয়ার কড়া টুইট ও রাজ্যপালের বিরুদ্ধে আনা এই অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest News

‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.