করোনা পরিস্থিতির জেরে চলতি বছরের পলিটেকনিক প্রবেশিকা বাতিল হল। পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা পর্ষদের তরফে শুক্রবার একথা জানানো হয়েছে। বদলে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা।
পর্ষদের তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির জেরে JEXPO 2020 পরীক্ষা বাতিল করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষে ছাত্রভর্তি হবে বিকল্প উপায়ে। সেজন্য অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে ইচ্ছুক ছাত্রছাত্রীদের। তার থেকে বেছে নেওয়া হয়ে যোগ্য ছাত্রছাত্রীদের। প্রকাশিত হবে মেধাতালিকা। ৩১ অগাস্টের মধ্যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে ইচ্ছুক ছাত্রছাত্রীদের।
তবে কীসের ভিত্তিতে যোগ্যতা বিচার হবে তা কিছুই জানায়নি পর্ষদ। ভর্তি প্রক্রিয়া সম্পর্কেও কিছু জানাতে পারেনি তারা।
করোনার জেরে গত মার্চ থেকে বন্ধ গোটা দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। সংক্রমণ এড়াতে নেওয়া যায়নি উচ্চ মাধ্যমিকের শেষ তিনটি পরীক্ষা। আগের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে মার্কশিট তৈরি করে দেওয়া হয়েছে পড়ুয়াদের।