ঝালদা পুরসভার প্রশাসক বসানোর বিজ্ঞপ্তিতে অন্তবর্তী স্থগিতাদেশ দিল হাই কোর্ট। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে আদালত জানিয়েছে। পুরসভায় প্রশাসক বসানোর বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস। এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, পুরপ্রশাসক নয় পুরসভার দায়িত্ব সামলাবেন জেলাশাসক।
ঝালদার বিরোধী (কংগ্রেস) কাউন্সিলাররা অভিযোগ তুলেছিলেন গত ২১ নভেম্বর তাঁরা একটি আস্থা ভোট ডাকেন। সেই আস্থা ভোটের পর অপসারিত হন চেয়ারম্যান। নিয়ম অনুযায়ী আস্থা ভোটের ৭ দিনের মধ্যে ভাইস চেয়ারম্যানকে নতুন চেয়ারম্যান নিয়োগ করতে হয়। সেই অনুযায়ী ভাইস চেয়ারম্যানকে একটি সভা ডাকতে বলেন তাঁরা। এর মধ্যেই ভাইস চেয়ারম্যানও পদত্যাগ করেন। পুর আইন অনুযায়ী তিনজন বিরোধী কাউন্সিলার একটি ২৯ নভেম্বর একটি সভা ডাকেন এবং সেই সভায় ঠিক হয় ডিসেম্বর মাসের ৩ তারিখ চেয়ারম্যান নির্বাচন হবে। কিন্তু আগেই রাজ্য সরকার গত ২ তারিখ ঝালদা পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে।
সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু ঝালদা পুরসভায় কোনও চেয়ারম্যান নেই তাই রোজকার কাজ চালাতে একজন প্রশাসক নিয়োগ করবে রাজ্য সরকার। সরকারের সেই নির্দেশিকা অনুযায়ী ইতিমধ্যেই প্রশাসক সেই কার্যভার গ্রহণ করেছেন।
এর পর আদালত রাজ্য সরকারের আইনজীবীর কাছে জানতে চান ভাইস চেয়ারম্যান যে পদত্যাগ করছেন সেই পদত্যাগ পত্র তিনি কাকে দিয়েছেন? দীর্ঘ সওয়াল জবাবে পরও আদালতের কাছে পরিষ্কার হয়নি তিনি কাকে পদত্যাগপত্র দিয়েছে। এর পর আদালতে ভাইস চেয়ারম্যানের আইনজীবী জানান তাঁর মক্কেল গত ২৮ নভেম্বর এসডিও-র কাছে পদত্যাগপত্র দিয়েছেন। বিচারপতি জানতে চান, সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে যে তার কোনও লিখিত প্রতিলিপি আছে কিনা। কিন্তু আইনজীবী জানান মৌখিক ভাবে পদত্যাগপত্র গ্রহণ করেন এসডিও। এই যুক্তি মানতে নারাজ বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেন, যেহেতু নিয়ম অনুযায়ী চেয়ারম্যানের পদত্যাগের ৭ দিনের মধ্যে যেহেতু তিনি নতুন চেয়ারম্যান নিয়োগ করেননি, তাই তিনি প্রশাসক বসানোর উপর স্থগিতাদেশ দেন। সবপক্ষের হলফনামা তলব করছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ৩ জানুয়ারি।