কাউন্সিলর পদ খারিজের প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ঝালদা পুরসভার নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। তাঁর মামলাটি দ্রুত শুনানির জন্য গ্রহণ করেছে আদালত। শুক্রবার বিকেলেই মামলাটির শুনানি হবে বলে জানিয়েছেন শীলাদেবীর আইনজীবী কৌস্তুভ বাগচী।
আদলতের নির্দেশে গত সোমবার ঝালদা পুরসভায় চেয়ারম্যান নির্বাচিত হয়। সেখানে কংগ্রেস কাউন্সিলরদের ভোটে চেয়ারপার্সন নির্বাচিত হন নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। মঙ্গলবার চেয়ারপার্সনের দায়িত্ব নেন তিনি। বুধবার তাঁর কাউন্সিলর পদ খারিজ করেন মহকুমাশাসক। প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, পুরভোটে জেতার পর তৃণমূল ত্যাগ করেন শীলাদেবী। তাই তাঁর কাউন্সিলর পদ বৈধ নয়। তৃণমূল কাউন্সিলর সুদীপ কর্মকারকে চেয়ারম্যান নিযুক্ত করে তারা। বৃহস্পতিবার সেই দায়িত্ব গ্রহণ করেছেন সুদীপবাবু।
এর পরই প্রশাসনিক নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শীলাদেবী। বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের নির্দেশ দেয় আদালত। আজই হতে চলেছে সেই মামলার শুনানি।
শীলাদেবীর আইনজীবী কৌস্তভ বাগচী বলেন, ‘আমরা ২টি রিট পিটিশন দায়ের করেছি। সমস্ত গণতান্ত্রিক মূল্যবোধকে বুড়ো আঙুল দেখিয়ে শাসকদল এখানে গণতন্ত্রকে দুরমুশ করে দিতে চায়।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup