বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Job Seekers Protest: মেলেনি মিছিলের অনুমতি, হাইকোর্টে চাকরিপ্রার্থীরা, মামলায় সায় বিচারপতি মান্থার

Job Seekers Protest: মেলেনি মিছিলের অনুমতি, হাইকোর্টে চাকরিপ্রার্থীরা, মামলায় সায় বিচারপতি মান্থার

১৬ জানুয়ারি মহামিছিলের ডাক দিয়েছে চাকরিপ্রার্থীদের ১০ সংগঠন

আগামী ১৬ জানুয়ারি চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠন একটি মহামিছিলের ডাক দেয়। কিন্তু তাদের দাবি, পুলিশ এই মিছিলের অনুমতি দেয়নি।

শহরে মিছিল করার অনুমতি দেয়নি পুলিশ, তাই হাইকোর্টের দ্বারস্থ হল চাকরিপ্রার্থীদের দশটি সংগঠন। আদালত মামলা করার অনুমতি দিয়েছে। মঙ্গলবার মামলা করার অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ সেই মামলার শুনানি রয়েছে।

আগামী ১৬ জানুয়ারি চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠন একটি মহামিছিলের ডাক দেয়। কিন্তু তাদের দাবি, পুলিশ এই মিছিলের অনুমতি দেয়নি। এর পরই তাঁরা আদালতের দ্বারস্থ হন। মামলাকারীদের আইনজীবী কৌস্তভ বাগচী জানিয়েছেন, মহামিছিল উপলক্ষে শহরের তিনদিক থেকে মিছিল করে ধর্মতলায় মেট্রো চ্যানেলে জমায়েতের পরিকল্পনা করেছে সংগঠনগুলি। এর জন্য পুলিশের কাছে অনুমতি চায়। কিন্তু পুলিশ তাতে আপত্তি জানিয়েছে বলে চাকরিপ্রার্থীদের একাংশের দাবি। তারা বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলা করার অনুমতি চান। বিচারপতি মান্থা অনুমতি দিয়েছেন।

চাকরিপ্রার্থীদের সংগঠন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ জানুয়ারি হাওড়া, শিয়ালদহ এবং কলেজ স্ট্রিট থেকে মিছিল এসে জমায়েত হবে ধর্মতলায়। সেখানে একটি সভা করার পরিকল্পনা রয়েছে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সংগঠনগুলির। দুপুর ১২টার সময় ধর্মতলার তাদের মূল কর্মসূচি শুরু হওয়ার কথা।

 

বন্ধ করুন