দুজনেরই একই নাম। আর দুজনেই রাজ্য জয়েন্টে একেবারে কৃতীর আসনে। একজন প্রথম স্থান অধিকার করেছেন। অপরজন দ্বিতীয় স্থান অধিকার করেছেন। প্রথম যিনি হয়েছেন তাঁর বাড়ি ব্য়ারাকপুরে। দ্বিতীয় যিনি হয়েছেন তাঁর বাড়ি শিলিগুড়ি। বাড়ি আলাদা হলেও দুজনেরই নাম একই। দুজনেরই নাম হিমাংশু শেখর।
শুক্রবার রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হয়। তখনই এই নামের বিষয়টি সামনে আসে। ফলাফল ঘোষণা করার সময়তেও বার বার প্রথম ও দ্বিতীয় স্থানাাধিকারীর একই নাম থাকার বিষয়টি উল্লেখ করা হয়। পরীক্ষার ৪৮ দিনের মাথায় রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হয়েছে এদিন। আর সেই পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে প্রথম দুজন কৃতীর নাম একেবারে এক।
জয়েন্ট এন্ট্রাস কর্তৃপক্ষও ফলাফল ঘোষণার সময় জানিয়ে দিয়েছে প্রথম দুজন কৃতীর নাম একই থাকাটা অভাবনীয়। তাঁদের অভিনন্দন জানানো হচ্ছে। জয়েন্টে প্রথম স্থানাধিকারী হিমাংশু শেখর ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র। অন্য়দিকে দ্বিতীয় স্থানাধিকারী হিমাংশু শেখর শিলিগুড়ির ভানুনগরে নির্মানবিদ্যা জ্যোতি স্কুলের ছাত্র।
জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্য়ান,মলয়েন্দু সাহা জানিয়েছেন, সাধারণত দুজন কৃতীর একই নাম দেখা যায় না। তাঁদেরকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় হিমাংশু শেখর বলেন, খুব ভালো লাগছে।অভাবনীয় ব্যাপার। আর প্রথম স্থানাধিকারী হিমাংশু শেখর জানিয়েছে প্রথমটা একেবারে গুলিয়ে গিয়েছিল। দুজনের একই নাম।
এদিকে সূত্রের খবর প্রথম দশের মধ্যে রাজ্য বোর্ডের রয়েছেন ২জন ছাত্র।