সদ্য তৃণমূলে গিয়েছেন জয়প্রকাশ মজুমদার। আর তারপরই বিজেপি সম্পর্কে একের পর এক হাটে হাঁড়ি ভাঙা শুরু করেছেন তিনি। এবার নন্দীগ্রামের ভোট নিয়ে কার্যত বোমা ফাটালেন তিনি। কার্যত শুভেন্দু অধিকারী সম্পর্কে গোপন কথা ফাঁস করলেন তিনি। শনিবার তিনি বলেন, ‘ ২০২১ সালের ২রা মে বিকেল ৫টার সময় বিজেপির হেস্টিংসের রাজ্য দফতর থেকে নির্বাচনের ফলাফলের উপরে আমিই সাংবাদিক বৈঠক করেছিলাম। আমি বলেছিলাম, নন্দীগ্রামে মাননীয়া জিতেছেন, তাঁকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের শুভেন্দু অধিকারী হেরে গিয়েছেন। কারণ বিকেল ৫টায় সেই খবরই ছিল।’
জয়প্রকাশ বলেন,' যখন ফলাফল উলটে যায় তার পরবর্তী ক্ষেত্রে আমি শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করেছিলাম, আমরা খবর পেলাম, সাংবাদিক বৈঠক করে বললাম, আপনি হেরে গিয়েছেন। তারপর আপনি জিতে গেলেন? সেই সময় উনি এক রহস্য়ময় হাসি হেসে আমাকে বলেছিলেন, জয়প্রকাশ দা অনেক কায়দা করতে হয়েছে।' এদিকে একই ধরনের দাবি তুলে বিজেপি থেকে তৃণমূলে ফেরা রাজীব বন্দ্যোপাধ্য়ায়েরও দাবি, কোন মন্ত্রবলে তিনি জিতলেন?
এদিকে তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশের বক্তব্যকে আমল দিতে চায়নি বিজেপি। এদিকে এবার নন্দীগ্রামে খোদ মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটের লড়াইতে নেমেছিলেন শুভেন্দু। ভোটের ফলাফল ঘোষণার দিন সংবাদ সংস্থা সূত্রে খবর মিলেছিল পরাজিত হয়েছেন শুভেন্দু। পরে অবশ্য় জানা যায়, জিতে গিয়েছেন তিনি। এবার সেই প্রসঙ্গ উসকে দিলেন জয়প্রকাশ, রাজীব।