তৃণমূলে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার। ফিরহাদ হাকিমের হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নেন তিনি। আর তৃণমূলে এসেই তিনি রাজ্যের সহ সভাপতির পদ পেয়ে গেলেন। জয়প্রকাশ মজুমদারকে রাজ্যের সহ সভাপতির পদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে জয়প্রকাশ মজুমদার যে তৃণমূলে যাচ্ছেন তানিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা ছড়িয়েছিল। সেই জল্পনাকে সত্যি করে মঙ্গলবার জয়প্রকাশ মজুমদার একেবারে তৃণমূলের নজরুল মঞ্চের মিটিংয়ে উপস্থিত হন। সেখানেই তৃণমূলে যোগ দেন তিনি। মমতা বন্দ্য়োপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগ দেন। প্রসঙ্গত এক সময় তিনিই ছিলেন বিজেপি রাজ্য সহ সভাপতি। এদিন মঞ্চে ভোট কুশলী প্রশান্ত কিশোরকেও দেখা যায়।
বিজেপি থেকে সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। তারপর থেকেই তিনি বিজেপির বিরুদ্ধে একের পর এক সুর চড়াতে শুরু করেন। তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল জয়প্রকাশের তৃণমূলে যোগ দেওয়াটা তাঁর শুধু সময়ের অপেক্ষা। আর ঠিক সময় বুঝেই জয়প্রকাশ মজুমদার তৃণমূলে ঝাঁপ দিলেন। আর তৃণমূলে যোগ দিয়েই তিনি একেবারে রাজ্যের সহ সভাপতির পদ পেয়ে গেলেন। এদিকে ২০১৪ সালে কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে গিয়েছিলেন। এবার তিনি গেলেন তৃণমূলে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপিতে থাকাকালীন তৃণমূলের বিরুদ্ধে বার বার আক্রমণ শানাতেন জয়প্রকাশ মজুমদার। তাঁর বিরুদ্ধে বার বার অভিযোগ তুলতেন তৃণমূল নেতৃত্ব। আর ঘাসফুল শিবিরে এসেই তিনি একেবারে রাজ্যস্তরের গুরুত্বপূর্ণ পদ পেয়ে গেলেন।