বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Junior doctor's cease work: রাজ্যের জন্য রোগীদের হেনস্থা হতে হচ্ছে, কর্মবিরতির মধ্যে দাবি জুনিয়র ডাক্তারদের

Junior doctor's cease work: রাজ্যের জন্য রোগীদের হেনস্থা হতে হচ্ছে, কর্মবিরতির মধ্যে দাবি জুনিয়র ডাক্তারদের

কর্মবিরতিতে ব্যাহত রোগী পরিষেবা, রাজ্য সরকারকেই দায়ী করলেন জুনিয়র ডাক্তাররা (PTI)

কর্মবিরতির জেরে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে রোগীরা ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, এক রোগীর বুকে জল জমে যাওয়া তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছিল। কিন্তু, সেখানে নিয়ে যাওয়া হলেও তাকে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ।

আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে টানা ৪২ দিন ধরে কর্মবিরতির পরে আংশিকভাবে কাজে যোগ দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। নিরাপত্তা সংক্রান্ত সরকারি আশ্বাসের পর পুনরায় কাজে ফেরেন। কিন্তু, কাজের যোগ দেওয়ার কয়েকদিনের মধ্যেই আবারও পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। এই অবস্থায় আবারও চরম বিপাকে পড়েছেন রোগীরা। চিকিৎসা পরিষেবা না পাওয়ায় খালি হাতেই ফিরতে হচ্ছে রোগীদের। শুধু রোগী দেখায় নয়, রোগীদের রিপোর্ট পর্যন্ত জুনিয়র ডাক্তাররা দেখছেন না বলেই অভিযোগ উঠেছে। এই অবস্থায় রোগীরা পরিষেবা না পাওয়ার জন্য পুরোপুরি রাজ্য সরকারকেই দায়ী করেছেন জুনিয়র ডাক্তাররা।

আরও পড়ুন: ‘আপনাদের পাশে থাকব বলে ইস্তফা দিয়েছি, কাজে ফিরুন,’ জুনিয়র ডাক্তারদের আবেদন জহরের

কর্মবিরতির জেরে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে রোগীরা ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, এক রোগীর বুকে জল জমে যাওয়া তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছিল। কিন্তু, সেখানে নিয়ে যাওয়া হলেও তাকে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। একই অবস্থা অন্যান্য রোগীদেরও। তারাও চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। এক মহিলা জানান, ছেলের চিকিৎসার জন্য বেশ কয়েকদিন ধরে তিনি হাসপাতালে ঘুরছেন। কিন্তু, চিকিৎসা পাচ্ছেন না। বলা হচ্ছে ডাক্তার নেই। এই অবস্থায় চিকিৎসকদের উপর ক্ষোভ বাড়ছে রোগী পরিবারের। 

জুনিয়র ডাক্তার না থাকায় এখন ওপিডিতে পরিষেবা দিতে হয়েছে সিনিয়র ডাক্তারদের। যদি জুনিয়দের পাশে রয়েছেন সিনিয়ররা। এক জুনিয়র ডাক্তারের বক্তব্য, রোগীদের প্রতি চিকিৎসকদের নৈতিক দায়িত্ব রয়েছে ঠিকই। কিন্তু, পরিকাঠামোগত যে দুর্বলতা সেটা সরকারের। আর সেই দুর্বলতা সরকারকেই সরিয়ে তুলতে হবে। ফলে রোগীরা যে পরিষেবা পাচ্ছেন না, তার জন্য পুরোপুরিভাবে রাজ্য সরকার দায়ী। এর জন্য কোনওভাবেই ডাক্তারদের দায়ী করা যাবে না।

উল্লেখ্য, গত সপ্তাহে রোগী মৃত্যুকে কেন্দ্র করে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। তাতে রোগী পরিবারের হাতে আক্রান্ত হয়েছিলেন চিকিৎসক, নার্স থেকে শুরু করে পুলিশকর্মীরা। সেই ঘটনায় প্রশ্ন ওঠে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে। তারপরেই কর্মবিরতি শুরু করেন জুনিয়ররা। তাদের বক্তব্য, সরকার নিরপত্তা বাড়ানোর  আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই এই কর্মবিরতি। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ঘরোয়া ক্রিকেটে দুর্ধর্ষ ফর্ম অব্যাহত ঈশ্বরণের! অঘটন না ঘটলে ৩ পয়েন্ট আসছে বাংলায় মণ্ডপে মারামারি পুলিশের ২ ভলান্টিয়ারের, ‘বিশেষ ভাষা গোষ্ঠীকে’ দোষ TMCP নেতার UEFA নেশন্স লিগে জয়ের সরণীতে ফিরল ইংল্যান্ড! আজ রাতে মুখোমুখি ফ্রান্স-বেলজিয়াম অশ্রাব্য গাল দিয়ে, ঝাঁটা মেরে বিদায় জানানো হয় মাকে, এই পুজোর রীতি বড় অদ্ভুত পুজো দেখতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, দুটি বাইকের ধাক্কায় মৃত ৩ যুবক, আহত ৩ 'এই পবিত্র ভূমি রক্ষা কর', প্রকাশ্যে এল নিহত হেজবোল্লা প্রধানের অডিয়ো বার্তা বাবা হচ্ছেন অজি দলের মার্শ ও হেড, খেলবেন না সামনের গুরুত্বপূর্ণ সিরিজ 'বেশি শক্তি, ভালোবাসার' জন্য অবিবাহিত হয়েও দুর্গাবরণ করলেন স্বস্তিকা! খারাপ সময়ে বন্ধু দল থেকে বাদ পড়তেই ক্ষোভ প্রকাশ! পাক বোর্ডের রোষানলে ফাখর জামান আরজি কর কাণ্ডে বিপাকে সন্দীপ ঘোষ, সামনে চাঞ্চল্যকর তথ্য, নাম জড়াল আরও অনেকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.