বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Junior Doctors: ‘অপমান করলেন, যাব না,’ নবান্নে অপেক্ষা করছিলেন মমতা, আলোচনার ডাকে সাড়া দিলেন না জুনিয়র চিকিৎসকরা

Junior Doctors: ‘অপমান করলেন, যাব না,’ নবান্নে অপেক্ষা করছিলেন মমতা, আলোচনার ডাকে সাড়া দিলেন না জুনিয়র চিকিৎসকরা

‘অপমান করলেন, যাব না,’ নবান্নে অপেক্ষা করছিলেন মমতা, আলোচনার ডাকে সাড়া দিলেন না জুনিয়র চিকিৎসকরা। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস এবং পিটিআই)

ফের বুঝিয়ে দিলেন শিরদাঁড়ার মানে। ফের বুঝিয়ে দিলেন কাকে বলে আত্মসম্মান। ফের বুঝিয়ে দিলেন কাকে বলে আন্দোলন!

আলোচনায় বসতে চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। যে জুনিয়র চিকিৎসকরা ৩২দিন ধরে আন্দোলনে, যে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে, তাঁদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন মমতা। কিন্তু জুনিয়র চিকিৎসকরা পরিস্কার জানিয়ে দিলেন আমরা এই মেলে সাড়া দিতে পারছি না। অবস্থানে অনড় তাঁরা।

তবে সেই মেলে কোথাও লেখা ছিল না মুখ্য়মন্ত্রী কথা বলতে চান।৬ লাইনের মেল। লেখা ছিল সিনিয়র গভর্নমেন্ট প্রতিনিধিরা কথা বলতে চান।  

এদিকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মুখ্য়মন্ত্রী নবান্নে আলোচনার জন্য অপেক্ষা করছিলেই। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তিনি আলোচনা করতে চেয়েছিলেন। সাড়ে সাতটায় তিনি বেরিয়ে যান নবান্ন থেকে। 

জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন,  'এই মেলকে সদর্থক হিসাবে দেখছি না। আলোচনার পথ খোলা রাখতে চাই। হেল্থ সচিবের কাছ থেকে ইমেল আসা কষ্টকর। নট মোর দ্যান ১০জন, এটাকে অসম্মানজনক বলে মনে করছি। যেভাবে মেল এসেছে এরপর দাঁড়িয়ে এই মেলে সাড়া দেওয়ার জায়গায় আমরা নেই। এরপরেও রাজ্য সরকার যদি ৫টা দাবির ব্যাপারে সদর্থক বার্তা পাই সেক্ষেত্রে কোথাও যাব কি না সেটা ভেবে দেখতে পারি। নবান্ন থেকে মেল আমরা পাইনি। স্বাস্থ্যসচিবের মেল থেকে একটা মেল পেয়েছি। অনেক নমনীয়ভাবে বলতে পারতেন। আমি জানি না নবান্নতে বসে কী হচ্ছে। আলোচনার পথ খোলা। আন্দোলনের ৩২দিন পরে যেভাবে অপমানজনক ভাবে ডাকা হল এই মেলে সাড়া দিতে পারছি না। আমরা যেভাবে অবস্থান বিক্ষোভে বসে রয়েছি সেভাবেই থাকব। আমরা চাই ১০-১২জনের টিম যেতে পারে না। 

রেসপেকটেড স্যার বলে উল্লেখ করা হয়েছে। পরের মেলে ম্যাডাম বলেও উল্লেখ করবেন।' একেবারে স্পষ্ট জবাব জুনিয়র চিকিৎসকদের। 

ফের বুঝিয়ে দিলেন শিরদাঁড়ার মানে। ফের বুঝিয়ে দিলেন কাকে বলে আত্মসম্মান। ফের বুঝিয়ে দিলেন কাকে বলে আন্দোলন!  

সূত্রের খবর, সরকারের তরফে আন্দোলনকারীদের কাছে ইমেল করা হয়েছিল। সেখানে বলা হয়েছে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় অপেক্ষা করছেন নবান্নে। মুখ্য়মন্ত্রীর সঙ্গে মুখ্যসচিব মনোজ কুমার পন্থ ও স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমও ছিলেন। কিন্তু জুনিয়র চিকিৎসকরা এই মেলের জবাবে সাড়া দিলেন না। সাফ জানিয়ে দিলেন মেলের ভাষা অপমানজনক। যাব না। 

এদিকে রাতভর স্বাস্থ্যভবনের সামনে অবস্থান করতে হবে এই প্রস্তুতি নিয়েই এসেছেন জুনিয়র ডাক্তাররা। সেক্ষেত্রে এবার মমতার ডাকে তাঁরা সাড়া দিয়ে আন্দোলন তুলে নেন কি না সেটাই দেখার। গোটা রাজ্যবাসী তাঁদের অবস্থানের দিকে তাকিয়ে রয়েছেন। এবার জুনিয়র চিকিৎসকরা নবান্নে আলোচনায় বসতে গেলেন না। তাঁদের অবস্থান বুঝিয়ে দিলেন। 

বাংলার মুখ খবর

Latest News

ICCর দুর্নীতি দমন শাখার সঙ্গে চালাকি! ১ বছর নির্বাসিত শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার পুজোর বাসনে চমক ফেরাতে চান? খুব সহজে পরিষ্কার করে নিন এভাবে, রইল টিপস ফের মা হতে চলেছেন কোয়েল মল্লিক, দিলেন সুখবর! কবে আসছে দ্বিতীয় সন্তান? সূর্যদেবের সামনে কেতু, আড়াল থেকে দেখছেন শুক্রদেব! ৪ রাশি জীবনে ঘুরে দাঁড়াবে সাত সকালে সরকারি হাসপাতালের ওটিতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগীদের ‘মনে হচ্ছে সিরিয়ার স্কুল…’! বাংলাদেশের পতাকা মাটিতে ফেলল ছাত্ররা, কটাক্ষ তসলিমার গাড়িতে উঠলেই বমি পায়? পুজোয় ঘুরতে যাওয়া নিয়ে টেনশন?ট্রাই করুন এই ঘরোয়া টোটকা T20তে লজ্জার হার! জয় দিয়ে ODI সিরিজ শুরু দঃ আফ্রিকার!আয়ারল্যান্ডকে হারাল ১৩৯রানে রাতভর পাটুলি থানার সামনে অবস্থানে রূপা, সকাল হতেই গ্রেফতার করল পুলিশ RG করের তরুণীর ময়নাতদন্তের রিপোর্টে তেমন খুঁত নেই, CBI-কে বলল AIIMS- রিপোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.