বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Junior Doctors going to Kalighat: মমতার বাড়িতে বৈঠক না হলে ভালো হত!৩ শর্ত দিলেও নমনীয় ডাক্তাররা, যাচ্ছেন কালীঘাটে

Junior Doctors going to Kalighat: মমতার বাড়িতে বৈঠক না হলে ভালো হত!৩ শর্ত দিলেও নমনীয় ডাক্তাররা, যাচ্ছেন কালীঘাটে

মমতার ডাকে কালীঘাটের বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। (ছবি সৌজন্যে পিটিআই)

মমতার ডাকে কালীঘাটের বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। লাইভস্ট্রিমিং বা ভিডিয়ো রেকর্ডিংয়ের বিষয়ে অনড় থাকেননি জুনিয়র ডাক্তাররা। বরং তাঁরা জানিয়েছেন যে লাইভস্ট্রিমিং বা ভিডিয়ো রেকর্ডিং না করা হলেও আপত্তি নেই।

'ম্যাডাম' মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। মমতার বাড়িতে বৈঠক না হলে ভালো হত বলে জানালেও আজ বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে যে বৈঠক ডাকা হয়েছে, সেখানে তাঁরা যাচ্ছেন বলে জানিয়েছেন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-র প্রতিনিধিরা। বিকেল পাঁচটার সেই বৈঠকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে বাস এসে গিয়েছে। তবে আজকের বৈঠকে লাইভস্ট্রিমিং বা ভিডিয়ো রেকর্ডিং হবে না। সোমবারের বৈঠকের জন্য সকাল ১১ টা ৪৮ মিনিটে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্ত যে ইমেল করেন, তাতে স্পষ্টভাবেই বলে দেওয়া হয় যে লাইভস্ট্রিমিং বা ভিডিয়ো রেকর্ডিং হবে না আজকের বৈঠকে। সেই পরিস্থিতিতে তিনটি শর্ত দেন জুনিয়র ডাক্তাররা। সেই তিনটি শর্তের মধ্যে লাইভস্ট্রিমিং বা ভিডিয়ো রেকর্ডিং ছাড়াই বৈঠকের বিষয়টিও আছে। তাঁরা শুধুমাত্র ‘পুঙ্খানুপুঙ্খভাবে’ বৈঠকের কার্যবিররণী লিপিবদ্ধ করার কথা বলেছেন। আর জুনিয়র ডাক্তারদের সেই ইমেলের জবাবও দিয়েছেন মুখ্যসচিব।

'পুঙ্খানুপুঙ্খভাবে কার্যবিররণী লিপিবদ্ধ করতে হবে'

আর সেই চিঠির জবাবে দুপুর ৩ টে ৫৩ মিনিটে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-র তরফে ইমেল করা হয়েছে, তাতেও লাইভস্ট্রিমিং বা ভিডিয়ো রেকর্ডিংয়ের বিষয়ে অনড় থাকেননি জুনিয়র ডাক্তাররা। বরং তাঁরা জানিয়েছেন যে লাইভস্ট্রিমিং বা ভিডিয়ো রেকর্ডিং না করা হলেও আপত্তি নেই। তাঁদের বৈঠকের কার্যবিরবণী দিলেই হবে। পুঙ্খানুপুঙ্খভাবে কার্যবিররণী লিপিবদ্ধ করতে হবে রাজ্য সরকারকে। জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরাও কার্যবিররণী লিপিবদ্ধ করবেন। তিনটি শর্তে কী কী বলা হয়েছে?

১) দু'পক্ষের তরফে আলাদা-আলাদাভাবে ভিডিয়োগ্রাফি করা হবে। 

২) প্রথম শর্ত মানতে রাজি না হলে দ্বিতীয় শর্তে বলা হয় যে বৈঠকের পরে ভিডিয়ো রেকর্ডিংয়ের পুরো ফাইল তুলে দিতে হবে জুনিয়র ডাক্তারদের।

৩) প্রথম দুটি শর্ত না মানা হলে তৃতীয় শর্ত হিসেবে বলা হয় যে বৈঠকের কার্যবিবরণী লিপিবদ্ধ করবে দু'পক্ষই। তাতে স্বাক্ষর করবেন সকলেই। আর সেটা একে অপরের হাতে তুলে দিতে হবে।

আরও পড়ুন: Junior Doctors and Mamata Meeting Updates: ‘আজ নবী দিবস’, কালীঘাটে জুনিয়র ডাক্তারদের ডেকেছেন কেন? কারণ ব্যাখ্যা মমতার!

কেন ভিডিয়ো রেকর্ডিংয়ের দাবি থেকে সরলেন জুনিয়র ডাক্তাররা?

কেন সেই লাইভস্ট্রিমিং বা ভিডিয়ো রেকর্ডিংয়ের শর্ত নিয়ে নমনীয় হলেন, সেটারও কিছুটা ব্যাখ্যা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সোমবারের ইমেলে তাঁরা জানিয়েছেন যে জনস্বার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি হয়েছেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী যে ব্যক্তিগতভাবে তাঁদের অনুরোধ করেছিলেন, সেটা মাথায় রেখে যে ভিডিয়ো রেকর্ডিংয়ের দাবি থেকে সরে এসেছেন, তা শনিবারই জানিয়েছিলেন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-র প্রতিনিধিরা।

তরুণী চিকিৎসকের বাবা-মায়ের প্রতিক্রিয়া

সোমবার সকালে জুনিয়র ডাক্তারদের কাছে রাজ্যের মুখ্যসচিবের ইমেল পৌঁছানোর পরে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের বাবা-মা জানান, তাঁরা চান যে এই স্নায়ুর লড়াই শেষ হোক। যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, তাঁরা তাঁদের সন্তানের মতোই। তাঁদের মেয়ের জন্য জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন। তাঁদের সঙ্গে সরকারের যাতে আলোচনা হয়, সেটাই প্রার্থনা করেন তরুণী চিকিৎসকের বাবা-মা।

আরও পড়ুন: Mamata and Police Abhijit: ‘টালার সুস্থ ওসিকে ভরতি নেয়নি কেন? হাসপাতালের বিরুদ্ধে অ্যাকশনের নিদান দেন মমতা’, ধরল CBI

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.