সরস্বতী পুজো মিটতেই ভোলবদল রাজ্য সরকারের। যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজে সরস্বতী পুজো বন্ধ করতে অভিযুক্ত তৃণমূলি দুষ্কৃতী সাব্বির আলির হয়ে হাইকোর্টে সওয়াল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সেজন্য বদলে ফেলা হল সরকার আইনজীবী। আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় জায়গায় এবার এই মামলায় রাজ্যের হয়ে সওয়াল করবেন স্বপন বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজে সরস্বতী পুজো বন্ধ করতে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলি দুষ্কৃতী সাব্বির আলির বিরুদ্ধে। অভিযোগ, পুজো করলে ছাত্রীদের ধর্ষণ ও ছাত্রদের খুনের হুমকি দিয়েছিল সাব্বির ও তার শাগরেদরা। অবশেষে নির্বিঘ্নে পুজো করতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ছাত্রছাত্রীরা। সেই মামলাটির শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এখনও পর্যন্ত এই মামলার ২টি শুনানিতেই অধ্যক্ষ পঙ্কজ রায়ের পাশে দাঁড়িয়ে সাব্বির আলিকে বহিরাগত বলে উল্লেখ করেছিলেন সরকারি আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। যার জেরে কলেজের গেটে সশস্ত্র পুলিশ পাহারা দিয়ে পুজোর আয়োজনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যার জেরে রাজ্যে তো বটেই, গোটা দেশে সমালোচনার মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি। পুজো মিটতেই এবার সেই সাব্বির আলির হয়ে সওয়াল করবে রাজ্য।
জানা গিয়েছে, সাব্বির আলির বিরোধিতা করায় শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে সরানোর নির্দেশ দিয়েছেন খোদ আইনমন্ত্রী মলয় ঘটক। তাঁর জায়গায় এই মামলায় বুধবার হাইকোর্টে রাজ্যের হয়ে সওয়াল করবেন স্বপন বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের দাবি, যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায় বিজেপি সমর্থন। তিনি সাব্বির আলিকে ফাঁদে ফেলেছেন। তবে তাতেও স্বস্তি পাচ্ছে না শাসকদল। প্রশ্ন উঠছে, ধর্ষণ খুনে অভিযুক্তের হয়ে কেন সওয়াল করবে রাজ্য সরকার?