বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Calcutta High Court: ‘ফাইলও ছুঁতে পারবেন না’, সিবিআই অফিসারকে সরিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Calcutta High Court: ‘ফাইলও ছুঁতে পারবেন না’, সিবিআই অফিসারকে সরিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, মঙ্গলবার বিচারপতির এই অসন্তোষের কারণ হল, সিবিআইকে যে রিপোর্ট আনতে বলা হয়েছিল সেই রিপোর্ট পেশ করা হয়নি। আবার সেখানে যে প্রশ্নের জবাব চেয়েছিলেন বিচারপতি সেটাও আদালতে সময়মতো জমা পড়েনি। সিবিআইয়ের পক্ষ থেকে আইনজীবী জানান, তাঁদের কিছু কাজ পড়ে যাওয়ায় আরও কিছুটা সময় লাগবে।

‌প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অফিসারের কাজে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই সিট থেকে সরিয়ে দেওয়া হল এই তদন্তকারী অফিসারকে। আজ, মঙ্গলবার তিনি এক কেন্দ্রীয় তদন্তকারী অফিসারকে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। সিবিআই তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাসকে সিবিআইয়ের সিট থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

ঠিক কী নির্দেশ বিচারপতির? এই সিবিআই অফিসার তদন্তের কাজে ঢিলেমি করছেন এবং ভুল পথে চালিত করছেন বলে অভিযোগ। যদিও এই কথা বলেননি বিচারপতি। ‌ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বলেন, ‘‌ওই তদন্তকারী কর্তা যেন কোনও তদন্তের ফাইল স্পর্শ করতে না পারেন। তদন্তের কোনও কাজে যেন সোমনাথ বিশ্বাস যুক্ত না থাকেন। কোনও ফাইলও যেন তিনি না ধরেন।’‌ তবে সিবিআইয়ের আর যাঁরা অফিসার রয়েছেন, তাঁদের প্রশংসা করেন তিনি। এদিনই দুপুর ২টোর মধ্যে নতুন তদন্তকারী অফিসারের নাম জানাতে বলা হয় সিবিআইকে। যদিও নতুন তদন্তকারী অফিসারের নাম জানানোর জন্য সময় চান সিবিআইয়ের আইনজীবী। সেই আবেদনে মান্যতা দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

কেন বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন?‌ কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, মঙ্গলবার বিচারপতির এই অসন্তোষের কারণ হল, সিবিআইকে যে রিপোর্ট আনতে বলা হয়েছিল সেই রিপোর্ট পেশ করা হয়নি। আবার সেখানে যে প্রশ্নের জবাব চেয়েছিলেন বিচারপতি সেটাও আদালতে সময়মতো জমা পড়েনি। সিবিআইয়ের পক্ষ থেকে আইনজীবী জানান, তাঁদের কিছু কাজ পড়ে যাওয়ায় আরও কিছুটা সময় লাগবে। তাই সম্পূর্ণ রিপোর্ট তৈরি করা সম্ভব হয়নি। সিবিআই এই রিপোর্টের জন্য এক সপ্তাহ সময় চান। তাতেই অত্যন্ত বিরক্ত হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

ঠিক কী বলেছেন বিচারপতি?‌ প্রাথমিক নিয়োগের দুর্নীতি সংক্রান্ত অভিযোগের মামলায় সিবিআইয়ের তৈরি বিশেষ তদন্তকারী দল বা সিট তৈরি করা হয়। সেই সিটেরই সদস্য সোমনাথ বিশ্বাস। আজ শুনানির সময় সিবিআইয়ের হাবভাব দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‌সিবিআইয়ের সিট থেকে সোমনাথ বিশ্বাসকে বাদ দিতে হবে। দুপুর ২টোর মধ্যে নতুন অফিসারের নামও জানাতে হবে সিবিআইকে। তদন্তের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না। কোনও ফাইল স্পর্শ করতে পারবেন না। তাঁর ব্যাপারে ডিআইজি পরবর্তী পদক্ষেপ করবেন।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন