পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেটাই তাঁর একমাত্র লক্ষ্য বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে পারেন বলে যে জল্পনা চলছে, তারইমধ্যে বাবুল বলেন, ‘আমার একটা ভবিষ্যদ্বাণী (করা থাকল)। আমি বলে দিচ্ছি আপনাদের। সূর্য সেনের মূর্তির পাদদেশে উনি ইন্টারভিউ দেবেন। এত গরমে সূর্য সেনের মূর্তির পাদদেশে কেন? উনি নিজেকে আয়নার মধ্যে অন্য একটা জায়গায় দেখছেন। কিন্তু আজ ওঁনার স্বরূপটা প্রকাশ পেয়ে গেল। উনি শুধু যে ভোটে দাঁড়াবেন, সেটা নয়। উনি স্বপ্ন দেখছেন যে......। দেখবেন উনি হয়ত লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন না। ওঁনার মূল লক্ষ্য এটাই হবে যে উনি মুখ্যমন্ত্রী হবেন। বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হবেন। আমি আপনাদের আজই বলে দিচ্ছি।’
বাবুলের দাবি, আসানসোলের ‘প্রাক্তন’ বিজেপি প্রার্থী পবন সিংয়ের ঘটনায় বিজেপি যেভাবে অস্বস্তিতে পড়ে গিয়েছে, সেখান থেকে নজর ঘোরানোর জন্যই রবিবার পুরো জল্পনা জিইয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এটা হওয়ারই ছিল। তিন-চারদিন পরে হয়ত হত। সেটা আজকেই হল, কারণ ওই পবন সিং থেকে ওরা দৃষ্টিটা ঘোরাতে চাইছে। যেমন আমার এই প্রেস কনফারেন্সটা বিকেল ৪ টে ৩০ মিনিটে যে হবে, সেটা আগে থেকেই ঘোষণা করা ছিল। হঠাৎ উনি বসে গেলেন প্রেস কনফারেন্স করতে। তো এটা কোন দলের অঙ্গুলিহেলনে হচ্ছে, সেটা বুঝতে তো রকেট সায়েন্স লাগে না। আর উনি তো চিরকালই প্রচার পেতে চান।’
উল্লেখ্য, শনিবার থেকেই পবনকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য প্রথম দফায় যে প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি, তাতে আসানসোল থেকে ভোজপুরি গায়ক পবনকে বেছে নেওয়া হয়েছিল। তারপর থেকেই তাঁর ‘বাঙালি বিদ্বেষ’ এবং ‘নারী বিদ্বেষ’ মনোভাব নিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ শানাতে থাকে তৃণমূল। আক্রমণ শানায় বাংলা পক্ষও। একাধিক ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
সেই পরিস্থিতিতে রবিবার বেলার দিকে পবন ঘোষণা করে দেন আসানসোল থেকে বিজেপির টিকিটে লড়বেন না। তাঁর কথায়, ‘হৃদয় থেকে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপর আস্থা দেখিয়ে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে আমায় প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু কোনও কারণবশত আমি আসানসোল থেকে নির্বাচন লড়তে পারব না।’