বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TMC on Justice Abhijit Ganguly: '২০২৬-তে মুখ্যমন্ত্রী হওয়াই লক্ষ্য জাস্টিস গঙ্গোপাধ্যায়ের', আয়নায়…, দাবি বাবুলের

TMC on Justice Abhijit Ganguly: '২০২৬-তে মুখ্যমন্ত্রী হওয়াই লক্ষ্য জাস্টিস গঙ্গোপাধ্যায়ের', আয়নায়…, দাবি বাবুলের

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আক্রমণ শানালেন বাবুল সুপ্রিয়। (ফাইল ছবি)

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস নেতা তথা পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি দাবি করেন, ২০২৬ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেটাই তাঁর লক্ষ্য।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেটাই তাঁর একমাত্র লক্ষ্য বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে পারেন বলে যে জল্পনা চলছে, তারইমধ্যে বাবুল বলেন, ‘আমার একটা ভবিষ্যদ্বাণী (করা থাকল)। আমি বলে দিচ্ছি আপনাদের। সূর্য সেনের মূর্তির পাদদেশে উনি ইন্টারভিউ দেবেন। এত গরমে সূর্য সেনের মূর্তির পাদদেশে কেন? উনি নিজেকে আয়নার মধ্যে অন্য একটা জায়গায় দেখছেন। কিন্তু আজ ওঁনার স্বরূপটা প্রকাশ পেয়ে গেল। উনি শুধু যে ভোটে দাঁড়াবেন, সেটা নয়। উনি স্বপ্ন দেখছেন যে......। দেখবেন উনি হয়ত লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন না। ওঁনার মূল লক্ষ্য এটাই হবে যে উনি মুখ্যমন্ত্রী হবেন। বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হবেন। আমি আপনাদের আজই বলে দিচ্ছি।’

বাবুলের দাবি, আসানসোলের ‘প্রাক্তন’ বিজেপি প্রার্থী পবন সিংয়ের ঘটনায় বিজেপি যেভাবে অস্বস্তিতে পড়ে গিয়েছে, সেখান থেকে নজর ঘোরানোর জন্যই রবিবার পুরো জল্পনা জিইয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এটা হওয়ারই ছিল। তিন-চারদিন পরে হয়ত হত। সেটা আজকেই হল, কারণ ওই পবন সিং থেকে ওরা দৃষ্টিটা ঘোরাতে চাইছে। যেমন আমার এই প্রেস কনফারেন্সটা বিকেল ৪ টে ৩০ মিনিটে যে হবে, সেটা আগে থেকেই ঘোষণা করা ছিল। হঠাৎ উনি বসে গেলেন প্রেস কনফারেন্স করতে। তো এটা কোন দলের অঙ্গুলিহেলনে হচ্ছে, সেটা বুঝতে তো রকেট সায়েন্স লাগে না। আর উনি তো চিরকালই প্রচার পেতে চান।’

আরও পড়ুন: Justice Ganguly's may join BJP: মোদীর হাত ধরে BJP-তে যোগদান বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, লড়বেন শুভেন্দুর জেলা থেকে

উল্লেখ্য, শনিবার থেকেই পবনকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য প্রথম দফায় যে প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি, তাতে আসানসোল থেকে ভোজপুরি গায়ক পবনকে বেছে নেওয়া হয়েছিল। তারপর থেকেই তাঁর ‘বাঙালি বিদ্বেষ’ এবং ‘নারী বিদ্বেষ’ মনোভাব নিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ শানাতে থাকে তৃণমূল। আক্রমণ শানায় বাংলা পক্ষও। একাধিক ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। 

সেই পরিস্থিতিতে রবিবার বেলার দিকে পবন ঘোষণা করে দেন আসানসোল থেকে বিজেপির টিকিটে লড়বেন না। তাঁর কথায়, ‘হৃদয় থেকে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপর আস্থা দেখিয়ে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে আমায় প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু কোনও কারণবশত আমি আসানসোল থেকে নির্বাচন লড়তে পারব না।’

আরও পড়ুন: Justice Abhijit Ganguly to resign: ‘রাজনৈতিক ময়দানেই যাব’, ইস্তফা দিচ্ছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বাংলার মুখ খবর

Latest News

মুম্বইয়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! বাড়িতে আগুন লেগে মৃত্যু একই পরিবারের ৭ জনের 'জিগরা' চিত্রনাট্য নিয়ে ভাসান বালার মন্তব্যে বিতর্ক, মুখ খুললেন করণ জোহর খাঁচাবন্দি করা যায়নি, UP-তে মানুষখেকো শেষ নেকড়েকে পিটিয়ে মারল গ্রামবাসীরা EPL-এ শীর্ষে লিভারপুলই! ধাওয়া করছে সিটি,আর্সেনাল! আজ মাঠে নামছে ম্যান ইউ,চেলসি… ৫০০কোটির জালিয়াতি, ফের বিপাকে রিয়া চক্রবর্তী,অভিনেত্রীকে ডেকে পাঠাল দিল্লি পুলিশ ‘বন্দুক অন্যের কাঁধে দিয়ে প্রচারের মুখ হতে চাইছে’ কিঞ্জল? দিলেন ফেসবুকে জবাব সঞ্জুর ওপেনিং থেকে মায়াঙ্কদের অভিষেক! T20 সিরিজে কোন ৫ বিষয়ে লক্ষ্য থাকবে গৌতির! শ্রীলঙ্কান অধিনায়ককে বারে তুললেন হিলি! ট্র্যাপে পা দিয়ে পরের বলেই আউট চামারি… ধর্ষণের অভিযোগ, কোরিওগ্রাফার জনি মাস্টারের জাতীয় পুরস্কার ফিরিয়ে নিল কেন্দ্র পন্তের 'নাটকেই' T20 বিশ্বকাপ জয়? সকলের সামনে গোপন কথা ফাঁস করলেন রোহিতই!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.