একেবারে চেনা ছক। প্রথম হেফাজতে। তারপর জেলে। আর তারপরই সোজা এসএসকেএমে। গত কয়েক বছরে এই ছবিটাই দেখতে অভ্যস্ত বাংলা। আর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের রাস্তাটাও মিলে গেল সেই এসএসকেএমেই।
গত কয়েকদিন ধরে সাংবাদিকদের সঙ্গে দেখা হলেই প্রাক্তন খাদ্যমন্ত্রী বার বার বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি কতটা অসুস্থ। এমনকী তাঁর হাত ও পায়ের সমস্যা হচ্ছে বলেও তিনি জানিয়েছিলেন।
সূত্রের খবর, এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের পাঁচ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। এদিকে সূত্রের খবর, ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে তিনি কার্ডিওলজি বিভাগে ভর্তি হলেও হার্টের চিকিৎসকের তত্ত্বাবধানে ভর্তি হননি। তিনি নিউরোলজি মেডিসিন বিভাগের তত্ত্বাবধানে ভর্তি হয়েছেন। সব থেকে বড় কথা তাঁর চিকিৎসার জন্য় একটি বোর্ড গঠন করা হয়েছে। কিন্তু সেখানে কোনও কার্ডিওলজিস্ট আপাতত নেই বলে খবর। তাহলে ব্যাপারটা কী হল?
আচমকাই অসুস্থ হয়ে জেল থেকে হাসপাতালে ভর্তি হন জ্যোতিপ্রিয়। এমার্জেন্সিতে প্রায় আড়াই ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে। সূত্রের খবর, সেই সময় একে একে বিভিন্ন বিভাগের চিকিৎসক তাঁকে দেখে যান। কিন্তু হৃদযন্ত্রে প্রাথমিকভাবে কোনও সমস্যা পাওয়া যায়নি বলে খবর। কিন্তু তারপরেও কেন কার্ডিও বিভাগে? সূত্রের খবর অন্য কোথাও নাকি বেড মেলেনি।
তবে গত কয়েকদিন ধরেই জ্যোতিপ্রিয় মল্লিক বলছিলেন তাঁর হাত পা প্রায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাচ্ছে। সেকারণে নিউরো বিশেষজ্ঞদের ডাকা হয় তাঁকে পরীক্ষার জন্য়। এরপর হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত। আর সেটা একেবারে কার্ডিও বিভাগে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি এনিয়ে কোনও মন্তব্য করেনি। তবে গোটা ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে এর আগে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। একটা সময় বার বার উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়ার জন্য আসতেন অনুব্রত মণ্ডল। এনিয়ে গানও বাঁধতেন বিজেপি নেতারা। এবার এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়ে গেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক।