অবশেষে পূর্ণ হল রেশন দুর্নীতিতে গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মনোবাসনা। জেল থেকে তিনি গেলেন SSKM হাসপাতালে। জেলযাত্রার ৯ দিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে SSKM হাসপাতালে নিয়ে যায় জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, তাঁর রক্তে শর্করার পরিমাণ বেড়েছে।
গত ২৭ অক্টোবর ভোর রাতে রেশন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে ইডি। তার পর থেকে ১২ নভেম্বর জেল হেফাজতে পাঠানো হয় তাঁকে। যদিও এখনো পর্যন্ত একবারও আদালতে জামিনের আবেদন করেননি জ্যোতিপ্রিয়। বারবার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। যদিও তাতে কর্ণপাত করেনি আদালত।
প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে মন্ত্রীর রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পায়। এর পর তাঁকে SSKM হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তবে কী কারণে জ্যোতিপ্রিয়র রক্তে শর্করার পরিমাণ বাড়ল তা এখনও জানা যায়নি।
সূত্রের খবর, জ্যোতিপ্রিয়কে SSKM হাসপাতালের হৃদরোগ বিভাগের এমারজেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে মন্ত্রীর পরীক্ষা নিরীক্ষা চলছে।
গত ১৬ জুলাই হাজিরা দিতে আদালতে আসতে পারেননি জ্যোতিপ্রিয়। ভার্চুয়ালি তাঁকে আলিপুর আদালতে হাজির করানো হয়। তার পর দিন জেলে অসুস্থ হয়ে পড়েন তিনি। যদিও এখনো পর্যন্ত কোনও মেডিক্যাল পরীক্ষায় জ্যোতিপ্রিয়র গুরুতর কোনও শারীরিক সমস্যার কথা জানা যায়নি। তবে কিডনির সমস্যা ও ব্লাড সুগার রয়েছে মন্ত্রীর।