পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার পরই শোরগোল পড়েছে তৃণমূলের একাংশে। বৃহস্পতিবার আদালতের এই নির্দেশকে মাথা পেতে মেনে নিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর কথায়, তদন্ত হোক। সব সত্যি বেরিয়ে আসবে।
আদালতের নির্দেশে রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসার তদন্ত করে যে রিপোর্ট মানবাধিকার কমিশন জমা দিয়েছিল তাতে ‘নটোরিয়াস ক্রিমিন্যাল’ (কুখ্যাত দুষ্কৃতী) বলে উল্লেখ করেছিল জ্যোতিপ্রিয়বাবুকে। মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলে এদিন সরব হন জ্যোতিপ্রিয়বাবু। তিনি বলেন, ‘মানবাধিকার কমিশনের রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত। যারা কমিশনে রয়েছে তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আসা উচিত।’
তাঁর কথায়, ‘আমি পেশায় একজন আইনজীবী। আদালতের নির্দেশ নিয়ে কোনও কথা আমি বলবো না। তদন্ত হোক। সব তথ্য সামনে আসবে।’
বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়েছে হাইকোর্ট। খুন – ধর্ষণের মতো গুরুতর অভিযোগগুলির তদন্ত করবে সিবিআই। আর অপেক্ষাকৃত লঘু অপরাধের তদন্তে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রের নেতৃত্বে সিট গঠনের নির্দেশ দিয়েছে আদালত।
তৃণমূল সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে তারা।