আজ কালীপুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিভিন্ন দেবদেবীর পুজো হলেও কালীপুজোতেই সবচেয়ে বেশি ধুমধাম দেখা যায়। গত দু'বছর কোভিড পর্বে ধুমধাম অনেকটাই ম্লান ছিল। তবে এবার করোনা কাঁটা নেই। ফলে সাড়ম্বরে হবে কালীপুজো। সকালে রাজ্যবাসীকে কালীপুজোর শুভেচ্ছা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেই সঙ্গে মমতার নিজের বাড়িতে পুজোর প্রস্তুতিও প্রায় শেষ হয়েছে।
আজ কালীপুজো, এখনই জেনে নিন পুজোর সময়, সেই মতো ঠিক করে নিন বাজি পোড়াবেন কখন
গতকাল রাতেই নিজের ফেসবুক পেজে বাড়ির কালী প্রতিমার দর্শন করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণত প্রতিবছরই কালীপুজোতে উপোস করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় ভোগ রান্না থেকে শুরু করে সমস্ত কাজই নিজের হাতেই করে থাকেন মমতা। এমনকি কঠোর প্রশাসকের পাশাপাশি কালীপুজোর মালাও বানাতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বছরের এই দিনটা একেবারে অন্য রূপে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গৃহকত্রীর ভূমিকা পালন করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন মমতা টুইটারে লেখেন ‘সকলকে কালীপুজো এবং দীপাবলির শুভেচ্ছা। মা কালী আমাদের সকলকে লড়াই করার শক্তি দিন। আলোর উৎসব আমাদের জীবন থেকে সব অন্ধকার দূর করে আনন্দ আর খুশিতে ভরিয়ে দিক।’
এদিকে, আমেরিকায় চোখের অস্ত্রোপচার করিয়েছেন মুখ্যমন্ত্রীর ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সকালে বাড়ির কালীপুজোর আগেই কলকাতায় ফিরেছেন অভিষেক। ফলে মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজোর উৎসব স্বাভাবিকভাবেই এ বছর অন্য মাত্রা পাচ্ছে। তবে এই আনন্দের মধ্যে কিছুটা হলেও বাধা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড়। মুখ্যমন্ত্রী পুজোর কারণে বাড়িতে থাকলেও নিয়মিত নবান্নের সঙ্গে যোগাযোগ রেখে দুর্যোগের খোঁজ খবর নিচ্ছেন।