খাস কলকাতায় আবার ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। মঙ্গলবার মাঝরাতে কালীঘাটের একটি বাড়িতে আগুন লাগে যায়। কালীঘাট এলাকাতেই থাকেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেরই একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শীতের মাঝরাতে ঘুম খুব নিবিড় ছিল। তাই আগুন লেগে গিয়েছে প্রথমে বুঝতে পারেননি ওই যুবক। আর যখন বুঝতে পারলেন তখন আগুনের লেলিহান শিখা গোটা ঘরকে ঘিরে ফেলেছে। আগুন লাগার খবর স্থানীয়দের থেকে পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তারপর কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আর এই ঘটনায় মৃত্যু হয়েছে বাড়িতে থাকা যুবকের।
স্থানীয় সূত্রে খবর, তখন রাত ১টা বাজে ঘড়িতে। কালীঘাট এলাকার ৪৩৪ নম্বর বাড়ি থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। সেই ধোঁয়া অন্যান্য বাড়িতে প্রবেশ করতেই অনেকের ঘুম ভেঙে যায়। তখন উঠে দেখা যায় কালীঘাটের ৪৩৪ নম্বর বাড়িতে আগুন লেগেছে। দ্রুততার সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। আর দমকল এসে দেখতে পায়, ওই গোটা বাড়ি আগুনের গ্রাসে জ্বলছে। তখন তড়িঘড়ি সেখানে ছুটে আসেন আশপাশের বাসিন্দারাও। শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। দমকল তখন দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ করতে থাকে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভিতর থেকে ওই যুবককে উদ্ধার করেন দমকল কর্মীরাই।
আরও পড়ুন: ফেব্রুয়ারি মাসেই রাজ্য বিধানসভায় শুরু হচ্ছে অধিবেশেন, বাজেটে নানা প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি
আর ওই যুবককে উদ্ধার করে নিয়ে আসার পর দেখা যায়, শরীরের অধিকাংশ জায়গাই পুড়ে গিয়েছে। এক মুহূর্ত দেরি না করে তৎক্ষণাৎ তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও চিকিৎসকরা লাগাতার চেষ্টা করেন যুবককে সুস্থ করতে। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, রাত ২টো নাগাদ ওই অগ্নিদগ্ধ যুবকের মৃত্যু হয়। মাঝরাতেই কালীঘাটের ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম এবং স্থানীয় ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রবীরকুমার মুখোপাধ্যায়। আগুন নেভানোর কাজে তদারকি করেন। তাতে আগুন নিভে গেলেও ওই যুবককে বাঁচানো গেল না।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সাম্য ভট্টাচার্য। তিনি এবং তাঁর স্ত্রী কালীঘাটের ওই বাড়িতে বসবাস করতেন। কিন্তু মঙ্গলবার রাতে সাম্য বাড়িতে একাই ছিলেন। স্ত্রী সেখানে ছিলেন না। তবে কেমন করে এই আগুন লাগল? সেটা এখনও স্পষ্ট নয়। এলাকায় এখন শোকের পরিবেশ তৈরি হয়েছে। আজ, বুধবার স্ত্রী ফিরে এসে দেখেন সব শেষ। কান্নায় ভেঙে পড়েছেন তিনি। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট–সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে।