ইয়াসের প্রভাবে আদিগঙ্গার জলস্তর বেড়ে জলমগ্ন হয়ে পড়ল কালীঘাট মন্দির সংল্গন এলাকা। নবান্ন থেকে পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। বুধবার বেলা বাড়তেই আচমকাই আদিগঙ্গার জলস্তর বেড়ে জল উপচে গিয়ে কালীঘাট এলাকায় ঢুকে পড়ে। হু হু করে জল ঢুকে পড়ায়, কোথাও হাঁটু তো কোথাও এক কোমর জল জমে যায়। পরে অবশ্য ধীরে ধীরে জল নামতে শুরু করেছে।
তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যখনই আদিগঙ্গার জলস্তর বেড়ে যায়, তখনই গোটা এলাকা প্লাবিত হয়ে পড়ে। তবে রাস্তার সমস্ত ম্যানহোলের ঢাকনা খুলে দিলে, ধীরে ধীরে সেই জমা জল কয়েক ঘণ্টার মধ্য আবার নেমেও যায়। একেতে আজই পূর্ণিমা, রয়েছে ভরা কোটাল, তার উপর শাঁখের করাতের হয়ে দাঁড়িয়েছে ইয়াসের প্রভাব।
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাতে (রাত ৮ টা ৩৫ মিনিট) বান আসবে। আগামিকালও আসবে। পাঁচ ফুটের মতো জলোচ্ছ্বাস উঠবে। এক কোটির মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১৫ লাখ ৪০৬ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিন লাখের মতো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ শিবির চলছে ১৪,০০০। বাঁধ ভেঙেছে ১৩৪ টি। ১০ কোটি টাকার ত্রিপল, কাপড় দেওয়া হয়েছে। ত্রাণ শিবিরে এসে গিয়েছিলেন। তারপর জাল ফেলতে গিয়েছিলেন। সেখানে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে। এটা অ্যাক্সিডেন্টাল (দুর্ঘটনাবশত) মৃত্যু।