বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kalighater Kaku: টিভিতে এসব কী দেখাচ্ছে বাবা? মেয়ের মুখে এই প্রশ্ন শুনে কেঁদে ভাসালেন সুজয়কৃষ্ণ

Kalighater Kaku: টিভিতে এসব কী দেখাচ্ছে বাবা? মেয়ের মুখে এই প্রশ্ন শুনে কেঁদে ভাসালেন সুজয়কৃষ্ণ

গ্রেফতারির পর কালীঘাটের কাকু।

 ইডি সূত্রে আরও জানা গিয়েছে, হেফাজতে ঠিক মতো খাওয়া দাওয়া করছেন না সুজয়কৃষ্ণ। ইডি আধিকারিকদের প্রশ্নের জবাব দেওয়া ছাড়া তেমন কথাও বলছেন না তিনি।

গ্রেফতারির আগে যতটা প্রত্যয়ী দেখিয়েছিল তাঁকে গ্রেফতারির পর ততটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। ইডি হেফাজতে নাওয়া - খাওয়া ত্যাগ দিয়ে কেঁদেই চলেছেন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র। ইডি সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। সঙ্গে কেন তাঁকে একটু সময় দেওয়া হল না তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও।

ইডি সূত্রে জানা গিয়েছে বুধবার আদালত সুজয়কৃষ্ণকে ১৪ দিনের ইডি হেফাজতে পাঠানোর পর তাঁর সঙ্গে দেখা করেন মেয়ে। সুজয়কৃষ্ণর মেয়ে বাবাকে প্রশ্ন করেন, বাবা টিভিতে এসব কী শুনছি তোমার নামে। মেয়ের মুখে এই প্রশ্ন শুনে কেঁদে ভাসান সুজয়কৃষ্ণ। টানা প্রায় দেড় ঘণ্টা কাঁদেন তিনি। ইডি আধিকারিকদের কাঠগড়ায় তুলে তিনি বলেন আমাকে প্রথম দিন ডেকেই গ্রেফতার করল। আরেকটা দিন সময় দিতে পারত। কিন্তু তা দিল না।

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, হেফাজতে ঠিক মতো খাওয়া দাওয়া করছেন না সুজয়কৃষ্ণ। ইডি আধিকারিকদের প্রশ্নের জবাব দেওয়া ছাড়া তেমন কথাও বলছেন না তিনি।

ইডির দাবি, নিয়োগ দুর্নীতিতে কুন্তল, শান্তনুর মতো এজেন্টদের দিয়ে যে টাকা তোলা হত তা এসে জমা হত সুজয়কৃষ্ণের কাছে। সেখান থেকে টাকা ভাগাভাগি হত। টাকা যেত পার্থ, মানিকের কাছে। কিন্তু বাকি টাকা কোথায় কী ভাবে বিনিয়োগ হয়েছে তা জানতে মরিয়া গোয়েন্দারা। আর সেজন্য সুজয়কৃষ্ণকে লাগাতার জেরা করে চলেছেন তাঁরা।

নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকুর কথা প্রথম শোনা গিয়েছিল গোপাল দলপতির মুখে। এর পর তাপস মণ্ডল জানান সেই ব্যক্তির নাম সুজয় ভদ্র। এর পর সুজয়কৃষ্ণের বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই ও ইডি। মঙ্গলবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিলেন ইডির গোয়েন্দারা। তদন্তে অসহযোগিতার অভিযোগে গভীর রাতে গ্রেফতার করা হয় তাঁকে।

 

বন্ধ করুন