২১ ডিসেম্বর কাঁথিতে শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সঙ্গে দক্ষিণ কলকাতার হাজরাতেও তাঁকে সভা করার অনুমতি দিয়েছে আদালত। এই ২ জয়গায় সভার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। এর মধ্যে কাঁথির সভাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পালটা সভা বলে দাবি করা হচ্ছে।
আগামী ১২ ডিসেম্বর কলকাতার হাজরা ও ২১ ডিসেম্বর কাঁথিতে শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। তবে শান্তি - শৃঙ্খলা বজায় রেখে, শব্দবিধি মেনে সভা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। সভার পর সভাস্থল পরিষ্কার করে দিতে হবে বলে নির্দেশে জানানো হয়েছে। এর আগে শুভেন্দু অধিকারীকে এই ২ সভার অনুমতি দিতে অস্বীকার করে প্রশাসন।
গত ৩ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ থেকে ঢিল ছোড়া দূরত্বে কাঁথি কলেজের মাঠে সভা করেন শুভেন্দু অধিকারী। এর পরই কাঁথিতে শুভেন্দুর সভা ঘোষণা করে বিজেপি।
রাজ্যে বিজেপির কর্মসূচিতে পুলিশি অনুমতি নিয়ে জটিলতা নতুন নয়। নানা অছিলায় বিজেপিকে অনুমতি দেয় না পুলিশ। সম্প্রতি আদালত থেকে অনুমতি নিয়ে বাঁকুড়ায় সভা করেন শুভেন্দু অধিকারী। এবার আগেভাগে আদালত থেকে অনুমতি নিয়ে রাখলেন তিনি।