বাংলাদেশি হিন্দুদের নিয়ে সরব হতে ফেব্রুয়ারিতে দিল্লি যাচ্ছেন বলে আগেই জানিয়েছিলেন পদ্মশ্রী কার্তিক মহারাজ। এবার জানা গেল দিল্লি সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চলেছেন তিনি। তবে সূত্রের খবর, শুধু বাংলাদেশি হিন্দুদের হয়ে সরব হওয়া নয়, সেখানে ইডি সিবিআইয়ের ভূমিকা নিয়েও সরব হতে পারেন তিনি। এমনকী কথা হতে পারে রাজ্য বিজেপির কিছু সমস্যা নিয়েও।
জানা গিয়েছে ফেব্রুয়ারিতেই দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন কার্তিক মহারাজ। সেখানে তিনি বাংলাদেশি হিন্দুদের ভারতে আশ্রয় দেওয়ার দাবিতে সরব হবেন। সংবাদমাধ্যমকে টেলিফোনে কার্তিক মহারাজ জানিয়েছেন ১৯৪৭ সালের চুক্তি অনুসারে বাংলাদেশ বা পাকিস্তানে কোনও হিন্দু ধর্মীয় কারণে নির্যাতনের শিকার হলে তাঁকে আশ্রয় দিতে বাধ্য ভারত সরকার। কিন্তু বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে যে ভাবে ভিসা বন্ধ করে রাখা হয়েছে তাতে সেদেশের হিন্দুরা ভারতে আসতে পারছেন না। আমি অমিত শাহের কাছে বাংলাদেশি হিন্দুদের সীমান্ত পার করার ব্যবস্থা করতে অনুরোধ করব।
একই সঙ্গে রাজ্যে বিভিন্ন দুর্নীতির তদন্তে ইডি সিবিআইয়ের ভূমিকা নিয়ে সরব হতে পারেন কার্তিক মহারাজ। কোনও দুর্নীতির তদন্তেই শেষ হচ্ছে না কেন সেই প্রশ্ন তুলতে পারেন তিনি। এর জেরে রাজ্যে তৃণমূল বিরোধী জনমানসে আস্থার অভাব হচ্ছে বলেও জানাতে পারেন তিনি।
সূত্রের খবর, রাজ্য বিজেপির কয়েকটি সমস্যা নিয়েও অমিত শাহকে পরামর্শ দিতে পারেন কার্তিক মহারাজ। রাজ্যে দল পরিচালনার ক্ষেত্রে কী কী ত্রুটি হচ্ছে সেব্যাপারে শাহকে বলতে পারেন তিনি।