বন্ধুদের নিয়ে জন্মদিনের পার্টি সেরে গঙ্গায় নামেন এক যুবক। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ মিলছে না। গঙ্গায় নামার পর বরাহনগরের যুবক তলিয়ে গিয়েছেন বলে খবর। তবে জন্মদিনের পার্টি সেরে তিনি কেন গঙ্গায় নামতে গেলেন? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সূত্রের খবর, ওই যুবকের সঙ্গে তাঁর তিনজন বন্ধুও ছিলেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। ওই যুবককে গঙ্গায় পরিকল্পিতভাবে নিয়ে যাওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। তলিয়ে যাওয়া নাকি খুন? খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম অভিনব হালদার (৩০)। ওই যুবক বরাহনগরের বাসিন্দা। বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন। তারপর সেখান থেকে সোজা রাত ৩টে নাগাদ নর্থ পোর্ট থানা এলাকার কাশীপুর সর্বমঙ্গলা ঘাটে আসেন। এখানে এসে গঙ্গায় নেমে পড়েন। আর তারপর তলিয়ে যান অভিনব হালদার। এই খবর ছড়িয়ে পড়তেই অভিনব হালদারের পরিবার উৎকণ্ঠায় সময় কাটাতে থাকেন। তাঁর সঙ্গে অন্য বন্ধুরা ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এটা খুন নাকি তলিয়ে যাওয়া সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে ডুবুরি নামিয়ে তাঁর খোঁজ করা চলছে।
আরও পড়ুন: শহরের বুকে রমরমিয়ে চলছে বেআইনি কলসেন্টার, এবার হিসাব তলব করল লালবাজার
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার জন্মদিনের পার্টি করতে তিন বন্ধু মিলে গঙ্গার ঘাটে আসেন। সেখানে তাঁরা মদ্যপান করেছিলেন। মদ্যপান করে সম্ভবত গঙ্গায় নেমে পড়েন। তারপর বাকি দুই বন্ধু উঠে চম্পট দিলেও অভিনব উঠতে পারেননি। মদের নেশায় বুঁদ হয়ে থাকায় তলিয়ে যান ওই যুবক। আর এভাবেই ঘটে যায় শহরের বুকে অঘটন। তখন স্থানীয় এক ব্যক্তি গোটা বিষয়টি দেখে পুলিশে খবর দেন। পুলিশ এখন ওই বন্ধুদের খুঁজছে। হঠাৎ জোয়ার আসায় গঙ্গায় তলিয়ে যান ওই যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
রাত ৩টে নাগাদ গঙ্গায় নামার ঘটনা অনেককে ভাবিয়ে তুলেছে। ওই সময় কেন তাঁরা গঙ্গায় নামতে গেলেন? বাকি বন্ধুরা কারা? মদ্যপ অবস্থায় গঙ্গায় নামার কারণ কী? নভেম্বর মাসেই গুরুপূর্ণিমা উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় চারজন কিশোর। তারা প্রত্যেকেই স্কুলপড়ুয়া ছিল। ওই চার নাবালকের মধ্যে দু’জন একই পরিবারের সদস্য। এবার রাতের অন্ধকারে শীতের মধ্যে গঙ্গায় নামার কারণ এখনও অজানা। দেহ খুঁজে পাওয়া যায়নি অভিনবের। গোটা পরিবার উৎকণ্ঠায়।