বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > WHO'র ম্যাপে চিন-পাকিস্তানের আওতায় জম্মু-কাশ্মীর! মোদীকে চিঠি শান্তনু সেনের

WHO'র ম্যাপে চিন-পাকিস্তানের আওতায় জম্মু-কাশ্মীর! মোদীকে চিঠি শান্তনু সেনের

শান্তনু সেন, রাজ্যসভার সাংসদ 

অরুণাচল প্রদেশকেও আলাদাভাবে ব্যবহার করা হয়েছে।

বিশ্বস্বাস্থ্য সংস্থার সাইটে থাকা বিশ্ব মানচিত্রে জম্মু ও কাশ্মীরের অবস্থানকে ঘিরে বড় বিভ্রান্তি। তৃণমূলের রাজ্য সভার সাংসদ শান্তনু সেনের নজরে পড়ে বিভ্রান্তিকর ম্যাপের ছবি। সেই বিশ্ব মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে পাকিস্তান ও চিনের অংশ হিসাবে দেখানো হয়েছে। এনিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন তিনি। 

প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, যখন আমি হুয়ের কোভিড সাইট খুলি সেখানের বিশ্ব ম্যাপের ছবি রয়েছে। সেখানে ভারতের অংশে দেখা যায় জম্মু ও কাশ্মীরের জন্য দুটি আলাদা রঙ ব্যবহার করা হয়েছে। নীল অংশে ক্লিক করলে দেশের কোভিড ডেটা দেখাচ্ছে। এদিকে দুটি অন্য় রঙে থাকা জম্মু ও কাশ্মীরের অংশে ক্লিক করতেই দেখা যাচ্ছে বড় অংশটিতে পাকিস্তানের ডেটা দেখাচ্ছে। কাশ্মীরের ছোট অংশটিতে চিনের কোভিড তথ্য় দেখাচ্ছে। পাশাপাশি অরুণাচল প্রদেশকেও আলাদাভাবে ব্যবহার করা হয়েছে।

 

তিনি লিখেছেন, আমি বিশ্বাস করি এটা কঠোরভাবে আন্তর্জাতিক ইস্যু। সরকারের অবশ্যই এব্যাপারে নজর দেওয়া দরকার। পাশাপাশি হুয়ের মতো আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন সংস্থার প্রদর্শিত ম্যাপে কীভাবে এই ধরনের বিভ্রান্তিকর ছবি এল তা নিয়েও বিষ্ময় প্রকাশ করে দ্রুত সংশোধনের জন্য় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রককেও চিঠি দিয়েছেন তিনি। 

বন্ধ করুন