বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > NTPC Land: প্রকল্প না বিকল্প? অধরা সমাধান, ভোট এলেই রাজনৈতিক তরজার কেন্দ্রে এনটিপিসি-র জমি

NTPC Land: প্রকল্প না বিকল্প? অধরা সমাধান, ভোট এলেই রাজনৈতিক তরজার কেন্দ্রে এনটিপিসি-র জমি

এনটিপিসি-কে দেওয়া জমি রয়েছে পড়ে। প্রকল্প বা বিকল্প অধরাই। (টুইটার)

শ্রীখণ্ড গ্রামের কাছে এক দশকেরও বেশি সময় ধরে তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য জমি পড়ে রয়েছে। সম্প্রতি জমি ফেরানো নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকও হয় এনটিপিসি কর্তাদের। এনটিপিসি যদি জমি ফিরিয়েও দেয় তবে তা কোন কাজে লাগানো হবে তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে।

ভোট এলেই মাথা চাড়া দিয়ে ওঠে কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দাবি। না হওয়া এই প্রকল্পের জমিকে কেন্দ্র করে ঝাপিয়ে পড়ে সব রাজনৈতিক দলই। সামনেই পঞ্চায়েত ভোট। তাই এবারও তার অন্যথা হয়নি। কেন পড়ে থাকা জমিতে এনটিপিসি-র প্রকল্প হল না তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। তাপবিদ্যুৎ প্রকল্পের জমিতে বিকল্প শিল্প গড়ার দাবিতে সরব হয়েছে সিপিএম।

মঙ্গলবার কাটোয়ার নজরুল মঞ্চে প্রকাশ্য সমাবেশ করে তারা। অন্য দিকে শাসকদল তৃণমূল জমিতে প্রকল্প না গড়ে ওঠার জন্য সিপিএম-বিজেপিকে দায়ী করেছে।

বাসিন্দারা বলছেন ভোট এলেই যত হইচই। ভোট মিটলে সব আবার ঠান্ডা। কটোয়া শ্রীখণ্ড গ্রামের কাছে রাস্তার ধারে এক দশকেরও বেশি সময় ধরে তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য জমি পড়ে রয়েছে। সম্প্রতি জমি ফেরানো নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকও হয় এনটিপিসি কর্তাদের। এনটিপিসি যদি জমি ফিরিয়েও দেয় তবে তা কোন কাজে লাগানো হবে তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে।

স্থানীয় বাসিন্দা কাজল সাহা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, '১২ বছর ধরে এই ছবি দেখে আসছি। পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই রাজনৈতিক দলগুলি সরব হয়েছে। ভোট মিটলে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। এখনও প্রকল্প বাস্তবায়িত হয়নি উল্টে তা বন্ধ হয়ে যাচ্ছে।'

(পড়তে পারেন। রাস্তাশ্রী, পথশ্রী প্রকল্পের কাজ নিয়ে স্বচ্ছতার ওপর জোর মুখ্যমন্ত্রীর)

একে অপরের দিকে আঙুল

সমাবেশে সিপিএম নেতা অচিন্ত্য মল্লিক দাবি করেন,'রাজ্য কেন্দ্রের যৌথ উদাসীনতার জন্যই প্রকল্প বাস্তবায়িত হয়নি। এখন আমরা শুনতে পাচ্ছি প্রকল্পের জমি অন্য কাজে ব্যবহার করা হবে। তা আমরা মানব না। হয় তাপবিদ্যুৎ কেন্দ্র করতে হবে না হয় অন্য শিল্প করতে হবে। সে কারণেই আমাদের সমাবেশ।'

বিজেপির জেলা সভাপতির গোপাল চট্টোপাধ্যায়ের দাবি, 'সিপিএম তৃণমূল দুজনেই ক্ষমতায় থেকে প্রকল্প করতে পারেনি। ওদের জন্য তাপ বিদ্যুৎ প্রকল্প হয়নি।'

তৃণমূল আবার এই প্রকল্প না হওয়ার জন্য বাম-বিজেকে দায়ী করেছে। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দাবি, 'শিলান্যাস করার পর দীর্ঘদিন ক্ষমতায় থেকেও কিছু করতে পারেনি। আর কেন্দ্র তো সব বেচে দিচ্ছে। তাই এনটিপিসি-র প্রকল্প করতে পারল না। প্রকৃত সত্য চাপা দিতেই বিরোধীদের ঘাড়ে দোষ চাপাচ্ছে।'

১২ বছর ধরে বিশ বাঁও জলে এনটিপিসি-র প্রকল্প। কবে হবে বিকল্প শিল্প কেউ জানে না। ভোট এলে পড়ে থাকা জমিতে বেড়ে ওঠা ঘাসের মতো বাড়ে রাজনৈতিক তরজা।

বন্ধ করুন