বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > DA আন্দোলনে কোনও কংগ্রেস, CPM, BJP নেই, কর্মীদের ধর্মঘটের সমর্থনে বললেন কৌস্তভ

DA আন্দোলনে কোনও কংগ্রেস, CPM, BJP নেই, কর্মীদের ধর্মঘটের সমর্থনে বললেন কৌস্তভ

DA আন্দোলনের মঞ্চে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।

মাথার চুল কামিয়ে ফেলেছি এমনি এমনি নয়। এই সরকারের যত দিন না পতন হবে আমার মাথায় চুল গজাবে না। আর আমি জানি আমার মাথায় যেদিন চুল গজাবে সেদিন এই রাজ্য সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য DA পাবে।

ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলির ডাকা ১০ মার্চের ধর্মঘটের সমর্থনে আয়োজিত সভা থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। রবিবার দুপুরে কলকাতার শহিদ মিনার ময়দানের সভা থেকে রাজ্য সরকারকে তুমুল আক্রমণ করেন তিনি। এমনকী ডিএ আন্দোলনে সিপিএম, কংগ্রেস, বিজেপির নামে বিভাজন না করতেও অনুরোধ করেন তিনি।

রবিবার কৌস্তভ যখন বক্তব্য রাখছেন তখন শহিদ মিনারের মঞ্চে হাজির ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহাও। এদিন কৌস্তভ বলেন, ‘মুখ্যমন্ত্রী যদি তাঁর মন্ত্রীদের একটু কম খেতে বলতেন তাহলেই কেন্দ্রীয় হারের থেকে বেশি হারে ডিএ দেওয়া যেত। মুখ্যমন্ত্রী তো তাদের একটু কম খেতে বলছেন না’।

ধর্মঘটের সমর্থনে কৌস্তভ বলেন, ‘বাঙালিরা সকালে প্রাতঃকৃত্যের সময় কাগজ ব্যবহার করে না। ওটা পাশ্চাত্য সভ্যতায় করে। কিন্তু ৯ মার্চ ধর্মঘটের আগের দিন নবান্ন থেকে যে সার্কুলার বেরোবে সেটাকে প্রাতঃকৃত্যের সময় পাশ্চাত্য সভ্যতার মতো ব্যবহার করবেন’।

তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর সামনে ২টো রাস্তা আছে। হয় নবান্ন থেকে পদত্যাগ করে ভাইপোকে নিয়ে রাজ্য ছেড়ে চলে যান। নইলে এই কর্মচারীদের DA দেওয়ার পর আমরা আপনাকে নিঃশ্বাস নিতে দেব। মাথার চুল কামিয়ে ফেলেছি এমনি এমনি নয়। এই সরকারের যত দিন না পতন হবে আমার মাথায় চুল গজাবে না। আর আমি জানি আমার মাথায় যেদিন চুল গজাবে সেদিন এই রাজ্য সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য DA পাবে। যারা হাতে চাকরির নিয়োগপত্র নিয়ে রাস্তায় পাশে বসে আছে, তারা নিয়োগ পাবে’।

DA আন্দোলন থেকে রাজনৈতিক বিভাজনকে দূরে রাখার আহ্বান জানিয়ে কৌস্তভ বলেন, ‘নিজেদের মধ্যে কোনও বিভাজন নেই। ডিএর প্রশ্নে কোনও কংগ্রেস, সিপিএম, বিজেপি নেই। একটা জিনিস মনে রাখবেন, আপনারা মাসে প্রায় ১৮ – ২০ হাজার টাকা লোকসান করছেন। এটা কারও বাপের টাকা না। চৌর্যবৃত্তি করে আপনারা কাজ করেন না। আপনারা চটি চেটে টাকা চাইছেন না। আপনারা ন্যায্য অধিকার চাইছেন।’

 

বন্ধ করুন
Live Score