আদালতকক্ষে বিচারপতির কাছে নিজের দাবি পেশের সময় শালীনতার সীমা লঙ্ঘন করায় চরম ভর্ৎসনার মুখে পড়লেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। মঙ্গলবার গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের অনুমতি সংক্রান্ত মামলার শুনানির সময় নিয়ে আলোচনার সময় শালীনতা ভঙ্গের দায়ে তাঁকে ভর্ৎসনা করেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। এমনকী ‘কোর্টে ঢোকা বন্ধ করে দেব’ বলেও তাঁকে হুঁশিয়ারি দেন বিচারপতি।
মঙ্গলবার বিকেলে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের অনুমতি সংক্রান্ত মামলার শুনানি হয় আদালতে। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় আদালতের কাজ শুরু হতেই জানান বিকেল ৪টেয় মামলার শুনানি করবেন তিনি। কিন্তু আবেদনকারীদের আইনজীবী কৌস্তুভ বাগচী বলেন, মামলার শুনানি করতে হবে বুধবার সকালে। তিনি বলেন, সমস্যা হলে আমাদের হবে। আদালতের অনুমতি না পাওয়া গেলে আমাদের কর্মীরা ফিরে যাবেন। তাহলে বুধবার আদালতের শুনানি করতে সমস্যা কোথায়। জবাবে বিচারপতি বলেন, মামলাটির দ্রুত শুনানির জন্য আবেদন জানানো হয়েছিল। তাই মঙ্গলবার বিকেলেই তার শুনানি হবে।
এর পরই আদালতে বিস্ফোরক দাবি করেন কৌস্তভ। বলেন, ‘আমি বলতে বাধ্য হচ্ছি। মামলাটি শুনতে এই আদালতের ব্যক্তিগত স্বার্থ রয়েছে। ব্যক্তিগত স্বার্থে আজই বিচারপতি মামলাটি শুনতে চাইছেন।’ এর পরই কৌস্তভকে ধমক দেন বিচারপতি মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘এই কথা আপনি বলতে পারেন না। ২০ বছর ওকালতি করছি। দ্রুত শুনানির আর্জিতে কী করে পদক্ষেপ করতে হয় জানি। কিন্তু একজন আইনজীবী হিসাবে আদালতে কী ধরণের আচরণ করতে হয় সেটা বোধ হয় আপনার জানা নেই। আইনজীবী হিসাবে নিদের মর্যাদা বজায় রাখুন। নইলে বার কাউন্সিলকে আপনার বিরুদ্ধে পদক্ষেপ করতে বলব। তখন আদালতে ঢোকা বন্ধ হয়ে যাবে। আদালত কী ভাবে চলবে সেটা আপনি ঠিক করে দিতে পারেন না। বিকেল ৪টেতেই শুনানি হবে।’