বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারিত করলেন রাজ্যপাল, বার্তা ইমেলে!‌

কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারিত করলেন রাজ্যপাল, বার্তা ইমেলে!‌

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। (HT_PRINT)

এই আবহে রাশ নিজের হাতে রাখতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকেও বসেন উপাচার্য। তবে নিজের বক্তব্যে অনড় থাকা এবং অনিয়মের কথা অস্বীকার করতে জট কাটেনি। বরং আন্দোলন বড় আকার ধারণ করে। এত কিছুর পরও পদ বাঁচাতে পারলেন না উপাচার্য ডঃ সাধন চক্রবর্তী। তাঁকে উপাচার্যের পদ থেকে অপসারিত করলেন রাজ্যপাল।

বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছিল কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে। কিছুতেই সেখানে সমাধান করা যাচ্ছিল না। অবশেষে অপসারিত হলেন কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সাধন চক্রবর্তী। আর তাঁকে অপসারণ করেন বাংলার রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি এই পথেই স্থায়ী সমাধান?‌ উঠছে প্রশ্ন। এখানে উপাচার্যের বিরুদ্ধেই দিনের পর দিন আন্দোলন চলছিল। সেই আন্দোলনের দু’‌মাস পরেই অপসারিত হলেন কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী।

কোন ঘটনার পর অপসারিত উপাচার্য?‌ সূত্রের খবর, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শনিবার রাজ্যপালের এক অনুষ্ঠান ছিল। সেখানে কাজি নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য–সহ আন্দোলনকারীদের ডাকা হয়েছিল কথা বলার জন্য। কিন্তু উপাচার্য আসেননি। সুতরাং সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে মেটেনি। তবে আন্দোলনকারীরা এসেছিলেন। উপাচার্যের বিরুদ্ধে তাঁরা একগুচ্ছ অভিযোগ করেন। তখনই এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ করা হয়। আর সে কথা ই–মেল মারফত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পৌঁছয়। আর তাতেই খুশি আন্দোলনকারীরা।

ঠিক কী অভিযোগ উঠেছিল?‌ গত ১৪ মার্চ আন্দোলন শুরু হয়। উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ব্যাপক আন্দোলনে নামেন শিক্ষক, শিক্ষাকর্মী, অফিসার এবং ছাত্রছাত্রীরা। এই আন্দোলন বিশেষ মাত্রা পায় স্বয়ং রেজিস্ট্রার যুক্ত হয়ে যাওয়ায়। তাই উপাচার্য গোটা বিশ্ববিদ্যালয়ে কার্যত একা হয়ে যান। তাঁর পদত্যাগের দাবি উঠতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে রেজিস্ট্রারকে বরখাস্ত করেছিলেন উপাচার্য। তাতে আরও হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে রেজিস্ট্রার চন্দন কোনার তাঁর পদ ফিরে পান। ফলে ব্যাকফুটে যেতে হয় উপাচার্যকে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহু মূল্যবান গাছ কেটে বিক্রি করা, তার কোনও হিসাব না দেওয়া, বহু শিক্ষক–শিক্ষিকা অনিয়মিত হলেও তাঁদের নিয়মিত বেতন দেওয়া–সহ মোট ২৬ লক্ষ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে সাধন চক্রবর্তীর বিরুদ্ধে।

আর কী জানা যাচ্ছে?‌ এই আন্দোলনের জেরে বিপাকে পড়ে গিয়েছিলেন উপাচার্য। তখন উপাচার্য আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। এমনকী কলকাতা হাইকোর্টে মামলা করেন। সেই মামলায় তেমন কোনও লাভ হয়নি উপাচার্যের। এই আবহে রাশ নিজের হাতে রাখতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকেও বসেন উপাচার্য। তবে নিজের বক্তব্যে অনড় থাকা এবং অনিয়মের কথা অস্বীকার করতে জট কাটেনি। বরং আন্দোলন বড় আকার ধারণ করে। এত কিছুর পরও পদ বাঁচাতে পারলেন না উপাচার্য ডঃ সাধন চক্রবর্তী। আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে তাঁকে উপাচার্যের পদ থেকে অপসারিত করলেন রাজ্যপাল।

বাংলার মুখ খবর

Latest News

বিয়ের পর বরের প্রথম জন্মদিন, অনুপমকে কোন বিশেষ উপহার দিলেন প্রশ্মিতা? RCB vs KKR, IPL 2024 Live: কোহলি দুর্গে নজরে গম্ভীর, লড়াই হবে শেয়ানে শেয়ানে ‘কষ্ট’ দূর করলেন মমতা! উপ-নির্বাচনে সায়ন্তিকাকে টিকিট দিল তৃণমূল, ভগবানগোলায় কে? নতুন ছবির কাজে কলকাতায় এলেন কাজল, সঙ্গী রণিত রায়! শ্যুটিং হবে বোলপুরেও ওষুধের দাম বৃদ্ধি, বেশি খরচ, বন্ধ সুযোগ- ১ এপ্রিল থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে? ‘‌দেবাংশু বেড়ে পাকা, গাল টিপলে দুধ বেরবে’‌, চড়া সুরে আক্রমণ করলেন লকেট টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবে শনি, ৪ রাশির বদলাবে সময়, কাজে আসবে গতি চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.