বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > হুমকি দিচ্ছে সুদকারবারিরা, অভিযোগ কেতুগ্রামে আক্রান্ত ব্যক্তির পরিবারের

হুমকি দিচ্ছে সুদকারবারিরা, অভিযোগ কেতুগ্রামে আক্রান্ত ব্যক্তির পরিবারের

ইনসাটে আহত রুদ্রভৈরব মুখোপাধ্যায়।

এক বন্ধুর কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন তিনি। কথা হয়েছিল আসল শোধ দিলেই হবে। কিন্তু তার পরও তাঁর কাছ থেকে সুদ দাবি করতে থাকেন ওই বন্ধু। সেই টাকা না দেওয়ায় তাঁকে রেল লাইনে বেঁধে রাখে সুদ কারবারিরা।

পূর্ব বর্ধমানের কেতুগ্রামে সরকারি কর্মচারীকে রেল লাইনে বেঁধে রাখার ঘটনায় সুদকারবারিদের বিরুদ্ধে আক্রান্তের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। আহত রুদ্রভৈরব মুখোপাধ্যায়ের ছেলের দাবি, পুলিশকে নাম বললে গ্রামে ফিরলে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে মহাজনরা। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি কাটোয়া জিআরপি।

গত ২০ অক্টোবর সন্ধ্যায় কেতুগ্রামের শিবলুন গ্রাম থেকে কাটোয়ায় নিজের বাড়িতে ফিরছিলেন রুদ্রভৈরববাবু। অভিযোগ, তখন তাঁর পথ আটকায় ২ জন। কিছু একটা খাইয়ে তাঁকে অচেতন করে ফেলে। এর পর হাত পা বেঁধে তাঁকে রেল লাইনের ধারে ফেলে রেখে যায়। রাতে কাটোয়া - আজিমগঞ্জগামী ট্রেনের ধাক্কায় তাঁর একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য পা-টি গুরুতর আহত হয়েছে।

তিনি জানান এক বন্ধুর কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন তিনি। কথা হয়েছিল আসল শোধ দিলেই হবে। কিন্তু তার পরও তাঁর কাছ থেকে সুদ দাবি করতে থাকেন ওই বন্ধু। সেই টাকা না দেওয়ায় তাঁকে রেল লাইনে বেঁধে রাখে সুদ কারবারিরা।

২০ অক্টোবর রাতে তাঁকে উদ্ধার করে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তার পর তাঁকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর পায়ে একাধিক অস্ত্রোপচার হয়েছে। আক্রান্ত ব্যক্তির ছেলের দাবি, ফোনে তাদের হুমকি দিচ্ছে সুদ কারবারিরা। পুলিশকে নাম বললে গ্রামে ফিরলে দেখে নেওয়া হবে বলে হুমকি দিচ্ছে তারা। ওদিকে ঘটনার পর সপ্তাহ ঘুরলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি কাটোয়া জিআরপি। ফলে সুদ কারবারিদের সঙ্গে পুলিশের আঁতাত রয়েছে কি না তা নিয়েও প্রশ্ন উঠছে।

 

বন্ধ করুন