বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > 'Khela Hobe' Slogan in TET Protest: এবার চাকরিপ্রার্থীদের গলায় ‘খেলা হবে’ স্লোগান, মোমবাতি হাতে বিক্ষোভ শিয়ালদায়

'Khela Hobe' Slogan in TET Protest: এবার চাকরিপ্রার্থীদের গলায় ‘খেলা হবে’ স্লোগান, মোমবাতি হাতে বিক্ষোভ শিয়ালদায়

মোমবাতি হাতে টেট চাকপিপ্রার্থীদের বিক্ষোভ শিয়ালদায়

বিধাননগরের সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের সামনে, এক্সাইড মোড়ে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের সামনে, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বিক্ষোভ দেখান টেট চাকরিপ্রার্থীরা। 

নিয়োগের দাবিতে গতকাল সন্ধ্যায় শিয়ালদায় মোমবাতি মিছিল করলেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। মিছিল থেকে ওঠে ‘খেলা হবে’ স্লোগানও। প্রসঙ্গত, গতকালই টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভের জেরে রণক্ষেত্র হয়েছিল কলকাতার এক্সাইড মোড়। সেখানে বেশ কয়েকজন চাকরিপ্রার্থী আটক হয়েছিলেন। আটক বিক্ষোভকারীদের মুক্তির দাবিতে বুধবার সন্ধ্যায় শিয়ালদ স্টেশনের সামনে বিক্ষোভ চলে। পাশাপাশি সরকারের কাছে চাকরি দেওয়ার দাবিতে স্লোগানও তোলেন বিক্ষোভকারীরা।

বুধবার দুপুরে চাকরির দাবিতে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন চাকরিপ্রার্থীরা। সেই সময় পুলিশ এসে জমায়েত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। রণক্ষেত্র তৈরি হয় সেখানে। এক চাকরিপ্রার্থী রাস্তায় প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়েন। পরে টেনেহিঁচড়ে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়।

গতকাল এক্সাইড মোড়ে অনেককে আটকও করা হয়। তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনায় একজনের মাথা ফেটেছিল। তবে সন্ধ্যার পরও আটক চাকরিপ্রার্থীদের ছাড়া না হলে শিয়ালদায় ফের বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন, সন্ধ্যা পর্যন্ত কেন আটক রাখা হয়েছে প্রতিবাদী চাকরিপ্রার্থীদের।

এদিকে গতকাল বিধাননগরের সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের সামনেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। এদিকে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে অরুণিমা পাল নামক এক বিক্ষোভকারীর হাতে এক পুলিশকর্মী কামড়ও বসান বলে অভিযোগ ওঠে। সেখানে তিরিশজন চাকরিপ্রার্থীকে গ্রেফতার করা হয়। আরও অনেককেই আঠক করা হয়েছিল সেখানে। তবে তাঁদের ছেড়ে দেওয়া হয় পরে।

বাংলার মুখ খবর

Latest News

‘টেক্কা’র জোকারের সঙ্গে আলাপ করালেন দেব! ঝাড়ু হাতে প্রকাশ্যে এলেন 'ইকলাখ' সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা, সতর্ক করল IMD কলকাতায় চলন্ত বাসে তরুণীর শ্লীলতাহানি, অভিযুক্তকে গণধোলাই জনতার আজ তেমন নাহলেও বুধ থেকে বৃষ্টি বাড়বে, ভারী বর্ষণ বাংলার জেলায়-জেলায়, কোথায়? ভিনেশের ভালো মানুষির সুযোগ নিল কংগ্রেস! ওর ২০২৮-এ সোনা জেতা উচিত ছিল-মহাবীর ফোগট মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আর্জি, RG Kar-এর প্রতিবাদ নিয়ে কী বলছে টলিউড? সংকটজনক সীতারাম ইয়েচুরি! CPIMর সাধারণ সম্পাদক রয়েছেন ‘রেসপিরেটরি সাপোর্টে’ উত্তরবঙ্গের নদীগুলির সংস্কার করতে এল প্রস্তাব, দুশো কোটির বরাদ্দ চাইল সেচ দফতর আসতে চলেছে পিতৃপক্ষ, কোন দিন কোন তিথির শ্রাদ্ধ? জেনে নিন দিনক্ষণ শ্রাদ্ধের সময় ‘ভারতে লড়াইটা… শিখদের পাগড়ি, কড়া পরার অনুমতি নিয়ে ,’ US-এ মন্তব্য রাহুলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.