করোনা সংক্রমণের কথা মাথায় রেখে গত বিধানসভা নির্বাচনের সময় জাতীয় নির্বাচন কমিশন বিজয় মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে ওমিক্রন ত্রাসের মাঝে এই বিজয় মিছিল নিয়ে কোনও শব্দ খরচ করেনি রাজ্য নির্বাচন কমিশন। এরই মাঝে সকাল সকাল কলকাতার বিদায়ী পুর প্রশাসক ফিরহাদ হাকিম বললেন, ‘আবেগের বহিঃপ্রকাশ তো হবেই।’ এদিন সকালেই গণনাকেন্দ্রে দেখা যায় ফিরহাদ হাকিমকে। তাঁর সঙ্গে তাঁর মেয়েরা ছিলেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, ‘মানুষের রায়কে সম্মান জানাব আমরা।’ ফিরহাদ বলেন, ‘মানুষ ঠিক করেছে, কী হবে… আমি তো ঠিক করিনি বিজেপি কটা জিতবে বা সিপিএম কটা জিতবে।’ ফিরহাদ আরও বলেন, ‘কোভিড হয়েছে ঠিকই, কিন্তু একটু নাচানাচি হবে না, তা তো হয় না।’
ফিরহাদ এদিন বলেন, ‘আমরা কোভিড পরিস্থিতিতে বিজয়োল্লাস করতে বারণ করেছি। তবে এটা ঠিক এতদিন ধরে যারা পরিশ্রম করেছেন, সাফল্য আসলে তারা তো একটা বহিঃপ্রকাশ হবেই। তারাও চিৎকার করে উঠবে। একটু নাচানাচি হবে, এটা তো স্বাভাবিক।’ ফিরহাদ তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রয়েছে বলেই তো, তারা এতদিন ধরে লড়ল। এটা ইমোশনের জন্য লড়েছেন। আমি তো আর কাউকে টাকা দিইনি, খাবার দিইনি, উপহার দিইনি। ওঁদের আবেগটাকে সম্মান জানাতে হবে।’
এর আগে বিধানসভা নির্বাচনের সময় বিজয় মিছিল সম্পর্কিত যে নোটিফিকেশনটি জারি করা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তাতে স্পষ্ট বলা ছিল যে, রাজনৈতিক দল নির্বাচনে জয়ী হবে তারা বিজয় মিছিল করতে পারবে না। ঠিক একই ভাবে কোথাও কোনও বড় জমায়েত করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কলকাতা পুরভোটের ফল প্রকাশের পর এখানে কোনও উৎসব ও বিজয় মিছিল বের করা যাবে কি না তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত সামনে আসেনি।