রবিবার অনুষ্ঠিত হয়েছিল কলকাতা পুরভোট। আজ তার ভোট গণনা। আর গণনা শুরু হতেই তৃণমূলের ঝড়ের ইঙ্গিত মেলে। প্রাথমিক ট্রেন্ডেই অনায়াসে সেঞ্চুরি পার করে তৃণমূল। এরপর বেলা যত গড়ায় জয় তত নিশ্চিত হয় তৃণমূলের রেকর্ড জয়। ১৩৪টি আসনে জিতেছে তৃণমূল। অপরদিকে কলকাতা থেকে বিরোধীরা ধুয়ে মুছে সাফ। বিজেপি, বাং, কংগ্রেস সম্মিলিত ভাবে ডবল ডিজিটে যেতে ব্যর্থ।
শোভনকে কটাক্ষ করতে ছাড়লেন না রত্না
ভোটে জেতার পরেই শোভন চট্টোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়লেন না রত্না চট্টোপাধ্যায়। ভোটে জেতার পরেই তিনি বলেন,'আমি স্ট্যান্ড করে দেখিয়ে দিলাম। ১০ হাজার ২০৬ ভোটে জিতে গিয়েছি আমি।' রত্নার দাবি, জয়ের নিরিখে তিনি কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেউ ছাপিয়ে গিয়েছেন। তিনি বলেন, 'রেকর্ড ভোটে জিতেছি। এর আগে এত ব্যবধানে এই ওয়ার্ড থেকে কেউ জেতেনি।'
কাজের খতিয়ান তুলে ধরতে প্রতি বছর রিপোর্ট কার্ড পেশ করা হবে, জানালেন ফিরহাদ
ফিরহাদ বলেন, ' আমরা চাই পুরসভা কি কাজ করছে এবং কতটা সেই কাজ সম্পন্ন হয়েছে তা মানুষের কাছে তুলে ধরতে। সাধারণ মানুষ পুরসভার কাজ সম্পর্কে অবগত থাকবেন। এরজন্য বছরে একবার করে আমরা রিপোর্ট কার্ড পেশ করব।'
কলকাতা পুরভোটে সিপিএমের হয়ে ছাপ্পা মেরেছে তৃণমূল, দাবি সুকান্ত মজুমদারের
সুকান্তবাবু বলেন, ‘সমস্ত তৃণমূল নেতারা কলকাতা পুরভোটে বামেদের উত্থানকে স্বাগত জানিয়েছেন। নিজের যাত্রাপালা সফল হলে পরিচালক তো খুশি হবেনই। কে বিরোধী দল, তা নিয়ে বিরোধী ভোটারদের কাছে ধোঁয়াশা তৈরি করতেই এটা করা হয়েছে’।
আলিমুদ্দিনে অক্সিজেন পৌঁছাল রেড ভলান্টিয়ার্সই?
আসন সংখ্যা বাড়েনি। কলকাতা পুরভোটে দুটি আসনে জয় এসেছে। কিন্তু ২০১৯ এবং ২০২১ সালের শূন্যের ধাক্কা ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সেই 'দুইয়েই' বামেরা আশার আলো দেখছে। সেইসঙ্গে প্রাপ্ত ভোটের নিরিখে বিজেপিকে ছাপিয়ে দু'নম্বরে উঠে এসেছে বামেরা।
জাভেদ পুত্রকে মেয়র বা উপমুখ্যমন্ত্রী করার দাবি সুকান্তর
পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান ৬৬ নম্বর ওয়ার্ডে রেকর্ড ৬২,০৪৫ ভোটে জয়ী হয়েছেন। এই বিপুল ব্যবধাধানের জয়কে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, ‘ফৈয়াজ যখন এত জনপ্রিয়, তাঁকে মেয়র বা উপ-মুখ্যমন্ত্রী করে দেওয়া হোক।’
বিজেপির লজ্জা হওয়া উচিত: অনুব্রত
বিজেপির লজ্জা হওয়া উচিত, কলকাতা পৌরনিগমের ফলাফল বের হতেই অনুব্রত মণ্ডলের কটাক্ষ। অনুব্রত মণ্ডল বলেন, 'এই ফলাফল দেখে বিজেপির লজ্জা করা উচিত এবং তৃণমূল সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের গুণগান গাওয়া উচিত মাঝেমধ্যে।' পাশাপাশি তিনি কংগ্রেস এবং সিপিএম-এর দুটি করে আসন পাওয়ার নিয়ে বলেন, ‘এই নির্বাচনে তারা জোট করেনি বলেই আসন পেয়েছে। জোট করলে বিধানসভার মতোই শূন্য হয়ে যেত। বিধানসভায় যদি তারা জোট না করতো তাহলে অন্ততপক্ষে দুটি দল মিলে ১০টি আসন পেত। অন্যদিকে বিজেপির আসন কমতো ১০টি।’
বিরোধীদের মধ্যে লড়াই
তৃণমূল কংগ্রেস বহু এগিয়ে থাকলেও বিরোধীদের মধ্যে কিছুটা লড়াই হল। কংগ্রেস এবং বামেরা পেল দুটি করে আসন। তিনটি আসন পেয়েছে বিজেপি। ফলে বিধানসভা ভোটের মতো দ্বিমুখী লড়াই হল না।
কলকাতায় বিজেপির সংগঠনের দুর্দশা
বিধানসভা ভোটে দ্বিমুখী লড়াই হয়েছিল। প্রধান বিরোধী দলের তকমা পেয়েছে বিজেপি। কিন্তু কলকাতা পুরভোটে বামেদের কাছে 'হেরে গেল' গেরুয়া শিবির। মাত্র তিনটি ওয়ার্ড গিয়েছে বিজেপির ঝুলিতে। আসনের নিরিখে বামেদের থেকে এগিয়ে থাকলেও প্রাপ্ত ভোটের নিরিখে বামেদের থেকে পিছিয়ে থাকল বিজেপি। গেরুয়া শিবির ভোট পেয়েছে ন'শতাংশের মতো। ৪৮ টি ওয়ার্ডে আছে দ্বিতীয় স্থানে। সেইসঙ্গে কলকাতায় যে বিজেপির সংগঠনের অবস্থা ভয়ঙ্কর খারাপ, তা আবারও প্রমাণিত হল।
'দ্বিতীয়' স্থানে বাম
লোকসভা এবং বিধানসভা নির্বাচনে 'শূন্যের' ধাক্কা কাটিয়ে কিছুটা অক্সিজেন পেল বামেরা। আগের থেকে আসন কমলেও দুটি ওয়ার্ডে জিতেছে সিপিআইএম। ৬৫ টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে আছে বামেরা। ১২ শতাংশের মতো ভোট গিয়েছে বামেদের ঝুলিতে। তার ফলে তৃণমূল কংগ্রেসের পরই 'দ্বিতীয়' স্থানে থাকল বামেরা। তবে বিজেপি বেশি আসনে জিতেছে।
তৃণমূল কংগ্রেসের রমরমা
বিধানসভা নির্বাচনে কলকাতায় যত ভোট পেয়েছিল, তার থেকে কলকাতা পুরনির্বাচনে তৃণমূলের ভোট বাড়ল ১১ শতাংশ। এবার ৭২ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। জিতেছে ১৩৪ টি ওয়ার্ডে। কলকাতায় আরও মজবুত হল তৃণমূলের অবস্থান।
নেতাজিনগরে ৯৮ নম্বর ওয়ার্ডে বাম অফিসে ভাঙচুর তৃণমূলের
নেতাজিনগরে ৯৮ নম্বর ওয়ার্ডে বাস্তুহারা কমিটি, ডিওয়াইএফআই-এর অফিসে ভাঙচুর, তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উল্লেখ্য, এই ওয়ার্ডে এই প্রথমবার জিতেছে তৃণমূল।
১২২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১২২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সোমা চক্রবর্তী।
১০৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১০৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী অরিজিৎ দাস ঠাকুর।
১০৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১০৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী তারকেশ্বর চক্রবর্তী।
১০৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১০৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুশীলা মন্ডল।
১০০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১০০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস।
‘কলকাতা পুরসভার ফলাফল নিয়ে বিজেপি চিন্তিত নয়'
বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেন, কলকাতা পুরসভার ফলাফল নিয়ে বিজেপি চিন্তিত নয়। কারণ ফল প্রকাশ হওয়ার আগেই ভোটের দিন তৃণমূলের আচরণ ও তান্ডব , সিসি ক্যামেরায় কাগজ চেটানো এসবই ফলাফল নিশ্চিত করে দিয়েছে।
৯নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী মিতালি সাহা।
১০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুব্রত বন্দ্যোপাধ্যায়।
১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী কার্তিক চন্দ্র মান্না।
৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুমন সিং।
৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী রনজিত শীল।
১২১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১২১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী রূপক গঙ্গোপাধ্যায়।
৯৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৯৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের প্রার্থী দেবব্রত মজুমদার।
৭৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৭৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী নিজামুদ্দিন শামস।
৭৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৭৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী দেবলীনা বিশ্বাস।
৭১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৭১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী পাপিয়া সিং।
৪৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৪৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী রেহেনা খাতুন।
প্রথমবার ৯৮ নম্বর ওয়ার্ডে জয় তৃণমূলের
৯৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। প্রথমবার এই ওয়ার্ডে জিতল তৃণমূল।
৮০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৮০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী আনোয়ার খান
৯৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৯৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী মিতালি বন্দ্যোপাধ্যায়।
বিজেপিকে পিছনে ফেলল বাম
৬৫টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বাম, ১৫টিতে দ্বিতীয় কংগ্রেস, ৫৪টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বিজেপি।
৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী তরুণ সাহা
১৪৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১৪৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী শেফালী প্রামাণক প্রাত্র
৮ নম্বর ওয়ার্ডে জয়ী শশী তনয়া
৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী পূজা পাঁজা। তিনি রাজ্যের মন্ত্রী শশী পাঁজার মেয়ে।
১০৩ নম্বর ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী
১০৩ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআইএম প্রার্থী নন্দিতা রায়।
২৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১২৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী রাজীব কুমার দাস
৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী বাপি ঘোষ।
১২৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১২৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুদীপ পোল্লে।
৪৩ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল
৪৩ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী আয়েশা কানিজ। তিনি তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছএ প্রকাশ করেছেন।
৭৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৭৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী রাম পেয়ারে রাম
৬৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৬৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী ফৈয়জ আহমেদ খান
৮৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৮৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী মনীষা বসু সাউ।
কলকাতার পুরভোটে জয় ‘উদযাপন’ করার সময় নেই মমতার কাছে
টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘কলকাতা পুরসভা নির্বাচনে সকল প্রার্থীদের তাদের জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। পরম অধ্যবসায় এবং কৃতজ্ঞতার সাথে মানুষের সেবা করতে হবে, এই কথা মনে রাখবেন! আমি আবারও আমাদের উপর তাদের বিশ্বাস রাখার জন্য কলকাতা পুরসভার প্রতিটি বাসিন্দাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।'
৬৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৬৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের প্রার্থী দিলীপ কুমার বসু
৭০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৭০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের প্রার্থী অসীম বসু।
১২৯ নম্বর ওয়ার্ডে জয়ী প্রার্থী সংহিতা দাস
১২৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের জয়ী প্রার্থী সংহিতা দাস।
১২৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১২৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের পার্থী মালবিকা বৈদ্য
‘কোভিড হয়েছে ঠিকই, কিন্তু একটু নাচানাচি তো হবেই’
ফিরহাদ এদিন বলেন, ‘আমরা কোভিড পরিস্থিতিতে বিজয়োল্লাস করতে বারণ করেছি। তবে এটা ঠিক এতদিন ধরে যারা পরিশ্রম করেছেন, সাফল্য আসলে তারা তো একটু বহিঃপ্রকাশ করবেই। তারাও চিৎকার করে উঠবে। একটু নাচানাচি হবে, এটা তো স্বাভাবিক।’
'গণ উত্সবে গণতন্ত্রের জয়', বললেন মমতা
'গণ উত্সবে গণতন্ত্রের জয়'। কলকাতা পুরনিগমে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে কটাক্ষ ছুড়ে বললেন, কলকাতায় বিজেপি, সিপিআইএম-সহ বিরোধীদের ‘ভোকাট্টা’ করে দিয়েছেন মানুষ।
পুরভোটে খাতা খুলল বামেরা
পুরভোটে খাতা খুলল সিপিএমের। ৯২ নম্বর ওয়ার্ডে জয় বামেদের।
৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী গৌতম হালদার।
পিছিয়ে কংগ্রেসের প্রকাশ উপাধ্যায়
২৯ নম্বর ওয়ার্ডে পিছিয়ে কংগ্রেসের প্রকাশ উপাধ্যায়
৭২ নং ওয়ার্ডে সুব্রত বক্সীর ভাই জয়ী
৭২ নং ওয়ার্ডে তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সীর ভাই সন্দীপ বক্সী জয়ী
১৪১ নম্বর ওয়ার্ডে গণনা বন্ধ
১৪১ নম্বর ওয়ার্ডে হাজার ভোটে এগিয়ে ছিলেন নির্দল প্রার্থী। তবে আচমকা সেই কেন্দ্রের ভোট গণনা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ।
জয়ী বিশ্বরূপ দে
তৃণমূল প্রার্থী বিশ্বরূপ দে জয়ী ৪৮ নম্বর ওয়ার্ডে
১৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী শুক্লা ভড়
২৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
২৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তী
৬৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৬৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল পার্থী বিজন লাল মুখোপাধ্যায়
১৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুনন্দা সরকার।
জয়ী রত্না
১৩১ নম্বর ওয়ার্ডে জিতলেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়
বিজেপির রাজ্য দপ্তর ফাঁকা
কলকাতা পুরভোটের ফলাফলের দিন বিজেপির রাজ্য দপ্তর মুরলীধর সেন লেনের পার্টি অফিস ফাঁকা নেই কোন উল্লাস।
১০২ নম্বর ওয়ার্ডে জিতল তৃণমূল
১০২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সীমা ঘোষ।
১০৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী
১০৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুশান্ত কুমার ঘোষ।
জয়ী বিজেপির সজল ঘোষ
৫০ নম্বর ওয়ার্ডে ১০৯০ ভোটে জয়ী বিজেপির সজল ঘোষ।
কংগ্রেস-তৃণমূল হাতাহাতি
নেতাজি ইন্ডোরে তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসা, হাতাহাতি কংগ্রেসের জয়ী কাউন্সিলর সন্তোষ পাঠকের অনুগামীদের
৬৮ নম্বর ওয়ার্ডে জয় সুদর্শনার
৬৮ নম্বর ওয়ার্ডে জয় তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়ের
৬৪ নম্বর ওয়ার্ডে জয় তৃণমূলের
৬৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের শাম্মি জাহান বেগম
১৩৫ নম্বর ওয়ার্ডে জয় নির্দলের
১৩৫ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী রুবিনা নাজ জয়ী।
১০৯ নম্বর ওয়ার্ডে ৩৭৬৬১ ভোটে জয় তৃণমূলের
১০৯ নম্বর ওয়ার্ডে ৩৭৬৬১ ভোটে জয়ী তৃণমূলের অনন্যা ব্যানার্জি।
নেতাজি ইন্ডোরে দুই দলের মধ্যে হাতাহাতি
নেতাজি ইন্ডোরে দুই দলের মধ্যে হাতাহাতি। সেখানে ৩,৪,৫,৬ বরোর ওয়ার্ডের ভোট গণনা হচ্ছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তৃণমূলের প্রতীকে জিতলেন ক্ষিতি গোস্বামীর মেয়ে
বাম জমানার মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা তৃণমূলের প্রতীকে জিতলেন ৯৬ নং ওয়ার্ড থেকে
৪১ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল
৪১ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী রীতা চৌধুরী
জয়ী সন্তোষ পাঠক
৪৫ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক
মালা রায় জয়ী
৮৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায়
১৬ নং বরোতে সবকটি তৃণমূলের
১৬ নং বরোতে সবকটি ওয়ার্ডে এগিয়ে বা জিতেছে তৃণমূল
১৩৩টি ওয়ার্ডে এগিয়ে বা জিতে গিয়েছে তৃণমূল
১৩৩টি ওয়ার্ডে এগিয়ে বা জিতে গিয়েছে তৃণমূল, বিরোধীরা সম্মিলিত ভাবে বহু কষ্টে দবলফিগার ধরে রাখার চেষ্টা চালাচ্ছে
চারটি করে আসনে এগিয়ে বাম-বিজেপি
চারটি আসনে এগিয়ে বামেরা, বিজেপিও এগিয়ে চারটি ওয়া্র্ডে, কংগ্রেস এগিয়ে দুটিতে
জিতলেন তৃণমূলের দেবাশিস কুমার
৮৫ নং ওয়ার্ডে জিতলেন তৃণমূলের দেবাশিস কুমার
৮২ নং ওয়ার্ডে জিতল তৃণমূল
৮২ নং ওয়ার্ডে জিতলেন তৃণমূলের প্রবীর মুখোপাধ্যায়
মীনাদেবী পুরোহিত জিতেছেন
বিজেপির হয়ে খাতা খউললেন মীনাদেবী পুরোহিত; বাইশ নম্বর ওয়ার্ড থেকে জেতেন তিনি
১৪০ নম্বর ওয়ার্ডে জিতল তৃণমূল
১৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী আবু মহম্মদ তারিক ৭৫০০ ভোটে জয়ী হলেন।
১ নং বরোতে সবকটি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বাম
বিরোধী পরিসরে জায়গা হারাচ্ছে বিজেপি, ১ নং বরোতে সবকটি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বাম
দুটি ওয়ার্ডে এগিয়ে বাম
৯৮ ও ১০৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে বামেরা
৮১ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
তৃণমূল প্রার্থী জুঁই বিশ্বাস এগিয়ে ৮১ নম্বর ওয়ার্ডে
১০১টি ওয়ার্ডে এগিয়ে গেল তৃণমূল
১০১টি ওয়ার্ডে এগিয়ে গেল তৃণমূল, বিজেপি এগিয়ে চারটি, বাম ও কংগ্রেস এগিয়ে দুটি করে আসনে
এখনও পর্যন্ত ৭৪টি ওয়ার্ডে এগিয়ে ঘাসফুল শিবির
তৃণমূল কংগ্রেস এগিয়ে গেল ৭৪টি ওয়ার্ডে
চারটি আসনে এগিয়ে বিজেপি
চারটি আসনে এগিয়ে গেল গেরুয়া শিবির; দুটি করে ওয়ার্ডে এগিয়ে বাম ও কংগ্রেস
২০ নম্বর ওযার্ডে এগিয়ে তৃণমূল
২০ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূলের বিজয় উপাধ্যায়
দুটি করে ওয়ার্ডে এগিয়ে বাম ও কংগ্রেস
দুটি ওয়ার্ডে এগিয়ে গিয়েছে বাম ফ্রন্ট। কংগ্রেসও এগিয়ে দুটি আসনে।
৬৮ নম্বর ওয়ার্ডে পিছিয়ে সুব্রতবাবুর বোন
৬৮ নম্বর ওয়ার্ডে পিছিয়ে সুব্রত মুখোপাধ্যায়ের বোন তথা নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়। এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায় এগিয়ে।
এগিয়ে রত্না
১৩১ নং ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়
১১৮ নং ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
১১৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূলের তারক সিং
৯৮ নং ওয়ার্ডে এগিয়ে বাম
৯৮ নম্বর ওয়ার্ডে এগিয় আছে সিপিএম
১০৯ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
১০৯ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূলের প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়।
৬০টি আসনে এগিয়ে তৃণমূল
৬০টি আসনে এগিয়ে গেল তৃণমূল। ৩টি আসনে এগিয়ে বিজেপি। একটি আসনে এগিয়ে বাম, কংগ্রেস এগিয়ে দুটি আসনে।
কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক এগিয়ে
৪৫ নম্বর ওয়ার্ডে প্রথম রাউন্ড শেষে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক এগিয়ে।
এগিয়ে গেলেন বিজেপির সজল ঘোষ
৫০ নম্বর ওয়ার্ডে ৪৫০ ভোটে এগিয়ে গেলেন বিজেপির সজল ঘোষ
বিজেপি ২টো ও কংগ্রেস একটি আসনে এগিয়ে
বিজেপি ২টো ও কংগ্রেস একটি আসনে এগিয়ে গিয়েছে প্রাথমিক ট্রেন্ডে
এগিয়ে বিজেপির মীনাদেবী পুরোহিত
২২ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপির মীনাদেবী পুরোহিত
২১টি আসনে এগিয়ে গিয়েছে তৃণমূল
২১টি ওয়ার্ডের প্রাথমিক ট্রেন্ডের সবকটিতেই এগিয়ে তৃণমূল কংগ্রেস।
এগিয়ে মালা রায়
৮৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মালা রায়।
এগিয়ে দেবাশিস
৮৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার।
এগিয়ে ফিরহাদ
৮২ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম।
৭৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে কাজরী বন্দ্যোপাধ্যায়
৭৩ নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায় এগিয়ে।
এগিয়ে বিশ্বরূপ দে
৪৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে প্রাক্তন ক্রিকেট প্রশাসক তথা তৃণমূলের প্রার্থী বিশ্বরূপ দে।
এগিয়ে অতীন ঘোষ
১১ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ।
৩২ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
৩২ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূলের প্রার্থী শান্তিরঞ্জন কুণ্ডু।
একটু নাচানাচি হবে না, তা তো হয় না: ফিরহাদ
ফিরহাদ বলেন, ‘মানুষ ঠিক করেছে, কী হবে… আমি তো ঠিক করিনি বিজেপি কটা জিতবে বা সিপিএম কটা জিতবে।’ ফিরহাদ আরও বলেন, ‘কোভিড হয়েছে ঠিকই, কিন্তু একটু নাচানাচি হবে না, তা তো হয় না।’
এগিয়ে পরেশ পাল
৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ পাল।
১৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী
১৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী অনিন্দ রাউত।
২ নম্বর ওয়ার্ডে এগিয়ে গেলেন শান্তনু সেনের স্ত্রী
২ নম্বর ওয়ার্ডে এগিয়ে গেলেন সাংসদ শান্তনু সেনের স্ত্রী তথা তৃণমূল প্রার্থী কাকলি সেন।
এগিয়ে শশী পাঁজার মেয়ে
রাজ্যের মন্ত্রী শশী পাঁজার মেয়ে তথা তৃণমূল প্রার্থী পূজা পাঁজা ৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে।
পোস্টাল ব্যালটে প্রথমেই এগিয়ে গিয়েছে তৃণমূল
শুরু হয়েছে ভোট গণনা। পোস্টাল ব্যালটে প্রথমেই এগিয়ে গিয়েছে তৃণমূল। দুটি ওয়ার্ডে এগিয়ে ঘাসফুল শিবির।
মোট ১২টি জায়গায় ভোট গণনা হবে
মোট ১২টি জায়গায় ভোট গণনা হবে। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি (বোরো ১,২), নেতাজি ইন্ডোর স্টেডিয়াম (বোরো ৩,৪,৫,৬), কসবা গীতাঞ্জলি স্টেডিয়াম (বোরো ৭), ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন (বোরো ৮), ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেন হেস্টিংস, যোধপুর পার্ক বয়েজ স্কুল (বোরো ৯), যোধপুর পার্ক গার্লস স্কুল (বোরো ১০), যোধপুর পার্ক গার্লস হাই স্কুল (বোরো ১১), গীতাঞ্জলি স্টেডিয়াম ( উত্তর) (বোরো ১২), বরিশা হাই স্কুল (বোরো ১৩), ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ (বোরো ১৪), সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর গার্লস (বোরো ১৫), জোকা ব্রতচারী বিদ্যাশ্রম (বোরো ১৬)।
পর্যবেক্ষণে কাউন্টিং এজেন্টরা
কাউন্টিং এজেন্টরা গণনা পর্যবেক্ষণ করবেন৷ তাঁরা মোবাইল বা কোনও ইলেকট্রনিক ডিভাইস গণনাকেন্দ্রের ভিতরে বহন করতে পারবেন না।
সকাল সাতটার সময় খোলা হবে স্ট্রং রুম
সকাল সাতটার সময় খোলা হবে স্ট্রং রুম। ৮টায় শুরু হবে গণনা। প্রথমে গণনা করা হবে ইলেকশন ডিউটি বোর্ডে ৷ তারপর শুরু হবে ইভিএম গণনা।
১৬ রাউন্ডে গণনা সম্পন্ন হবে
ভোট গণনা হবে সেখানে সর্বাধিক ১০টি টেবিল থাকবে। মোট ১৬ রাউন্ডে গণনা সম্পন্ন হবে।
মোতায়েন করা হয়েছে কুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াডও
গণনাকেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী, কুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশ।
নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্ট্রংরুম
হাইকোর্টের নির্দেশানুসারে ভোটগ্রহণ কেন্দ্রের মতো গণনা কেন্দ্র ও স্ট্রং রুমেও মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ। এছাড়া সর্বক্ষণ নজরদারি চলার কথা সিসিটিভির মাধ্যমে।