আরজি কর হাসপাতালের ঘটনা এখনও সবার মনে আছে। তার জেরে কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাও সকলে দেখেছেন। সদ্য উঠেছে কর্মবিরতি এবং অনশন। আর তার মধ্যেই এবার বাড়ি গিয়ে এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল কলকাতা পুরসভার বাম সমর্থিত সংগঠনের সদস্যের বিরুদ্ধে। আজ, বৃহস্পতিবার এই অভিযোগ প্রকাশ্যে চলে আসায় আলোড়ন পড়ে গিয়েছে কলকাতা পুরসভার ১২২ নম্বর ওয়ার্ড এলাকায়। শ্লীলতাহানি করার অভিযোগে পুরসভার ওই ইঞ্জিনিয়ারকে ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। দু’ঘণ্টা পরে এই ইঞ্জিনিয়ার ছাড়া পান। পরিস্থিতি বেগতিক দেখে তিনি ঘটনাস্থল থেকে সোজা অফিসে ফিরে আসেন।
আজ, বৃহস্পতিবার কলকাতা পুরসভার ১২২ নম্বর ওয়ার্ড এলাকার একটি নির্মীয়মাণ বাড়ি দেখতে গিয়েছিলেন কলকাতা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র পদে কর্মরত শুভজিৎ। আর সেখানে গিয়ে তিনি শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ওই বাড়ির কর্ত্রীর অভিযোগ, বাড়ি নির্মাণ দেখার অছিলায় ওই ইঞ্জিনিয়ার শ্লীলতাহানি করেছেন। মহিলার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে আসেন। আর ওই ইঞ্জিনিয়ারকে ঘেরাও করেন। টানা দু’ঘণ্টা পরে পুলিশের উদ্যোগে উদ্ধার পান ইঞ্জিনিয়ার শুভজিৎ। আর এখন তিনি মুখে কুলুপ এঁটেছেন।
আরও পড়ুন: উপনির্বাচনের প্রার্থী না–পসন্দ, ক্ষোভে–রাগে বিজেপির কার্যালয়ে তালা ঝোলালো কর্মীরাই
বিষয়টি ঠিক কী ঘটেছে? মহিলার অভিযোগ অনুযায়ী, বাড়ি দেখার অছিলায় গায়ে হাত দিচ্ছিল ওই ইঞ্জিনিয়ার। প্রতিবাদ করলে বলছিল লেগে গিয়েছে সরি। এমন সময় কাজ নিয়ে অন্যমনস্ক হয়ে পড়লে পিছন থেকে জাপটে ধরে ওই ইঞ্জিনিয়ার। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে ওই ইঞ্জিনিয়ার সাফাই দেয়, পা হড়কে গিয়েছিল। তাই বাঁচতে এমন ঘটনা ঘটেছে। অথচ এমন কিছু ছিলই না পা হড়কে যাওয়ার মতো। এমনকী হাত ধরে টানা থেকে শুরু কুপ্রস্তাবও দেওয়া হয়েছে। তখনই বিষয়টি নিয়ে চিৎকার করলে সাধারণ মানুষ ছুটে আসে।
এই ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে। শ্লীলতাহানির অভিযোগ ওঠা ইঞ্জিনিয়ার কলকাতা পুরসভার বাম সমর্থিত ইউনিয়নের সদস্য। দলের সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ পেয়ে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালয়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সম্পাদক মানস সিনহা জানান, শ্লীলতাহানির অভিযোগের সত্যতা যাচাই করে দেখতে হবে। আর কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ডিজি উজ্জ্বল সরকার বলেন, ‘এই ধরনের কোনও কাজ কেউ করে থাকলে তাঁর কঠোর শাস্তি হবে। তবে ঘটনা খতিয়ে দেখতে হবে।’