বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dengue Test: দুর্গাপুজোর মণ্ডপে থাকছে ডেঙ্গি পরীক্ষার ব্যবস্থা, বিনামূল্যে মিলবে পরিষেবা‌

Dengue Test: দুর্গাপুজোর মণ্ডপে থাকছে ডেঙ্গি পরীক্ষার ব্যবস্থা, বিনামূল্যে মিলবে পরিষেবা‌

পুজোমণ্ডপগুলিতে ডেঙ্গি পরীক্ষার ব‌্যবস্থা রাখা হবে। (HT_PRINT)

কলকাতা পুরসভা সূত্রে খবর, বিভিন্ন ওয়ার্ডের একাধিক পুজোমণ্ডপে এই ব‌্যবস্থা থাকছে। যেখানে ডেঙ্গি পরীক্ষা এবং তার রিপোর্ট জানা যাবে। দুর্গাপুজোর বিজ্ঞাপনের পাশাপাশি ডেঙ্গি সচেতনতার হোর্ডিং লাগিয়ে দেওয়া হবে। এই গোটা ব্যবস্থাপনায় মনিটরিং করা হবে। কলকাতা পুরসভার পাশাপাশি পুলিশও সহযোগিতা করবে।

গত দু’‌বছরের দুর্গাপুজোয় করোনাভাইরাসের আতঙ্ক ছিল। আর এবারের দুর্গাপুজোয় আতঙ্কের নাম ‘‌ডেঙ্গি’‌। আর তার জেরে কপালে ভাঁজ পড়েছে প্রশাসন থেকে পুরসভার অন্দরে। এই পরিস্থিতির মোকাবিলা করতে অভিনব পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। কারণ এখন ডেঙ্গিতে শুধু আক্রান্তের সংখ্যা বাড়ছে তাই নয়, মৃত্যুর হার পর্যন্ত বেড়ে চলেছে। তাই ডেঙ্গি ঠেকাতে কলকাতা পুরসভার পক্ষ থেকে প্রত্যেকটা মণ্ডপে লেখা থাকবে, ‘মশারি টাঙান।’

ঠিক কী বলেছেন কলকাতা পুরসভার মেয়র?‌ ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‌প্রতিটা মণ্ডপে সচেতন করার জন্য প্রচার করবেন আয়োজকরা। ডেঙ্গি সচেতনতা প্রচারে হোর্ডিং টাঙাতে হবে পুজো উদ্যোক্তাদের। গত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ‌্যা ১৫২৫। দুর্গাপুজোর দিনগুলিতে নিয়মিত সকালে মশা মারার তেল স্প্রে করা হবে। ইতিমধ্যেই শহরজুড়ে প্রায় ১৭০০ হোর্ডিং টাঙিয়েছে পুরসভা। আর বিনামূল্য রক্ত পরীক্ষার ব্যবস্থা কিছু মণ্ডপে রাখা হবে। যেখানে বেশি ভিড় হয়।’‌

কী বলছেন স্বাস্থ্য অধিকর্তা?‌ এই ডেঙ্গি প্রতিরোধে রাজ‌্যের স্বাস্থ‌্য অধিকর্তা ডা. সিদ্ধার্থ নিয়োগী জানান, বড় বড় পুজোমণ্ডপগুলিতে বিনামূল্যে ডেঙ্গি পরীক্ষার ব‌্যবস্থা থাকছে। বড় পুজো যেথানে বেশি ভিড় হয় সেইসব মণ্ডপে এই ব্যবস্থা রাখা হচ্ছে। ম‌্যাডক্স স্কোয়‌্যার, যোধপুর পার্ক, দেশপ্রিয় পার্ক, শিব মন্দির, মুদিয়ালি, বাদামতলা আষাঢ় সংঘ, পূর্বালোক সংহতি পার্ক—পুজোমণ্ডপগুলিতে ডেঙ্গি পরীক্ষার ব‌্যবস্থা রাখা হবে। ঠাকুর দেখতে এসে কেউ চাইলেই সেখানে বিনামূল্যে ডেঙ্গি পরীক্ষা করতে পারবেন।

আর কী জানা যাচ্ছে?‌ কলকাতা পুরসভা সূত্রে খবর, বিভিন্ন ওয়ার্ডের একাধিক পুজোমণ্ডপে এই ব‌্যবস্থা থাকছে। যেখানে ডেঙ্গি পরীক্ষা এবং তার রিপোর্ট জানা যাবে। দুর্গাপুজোর বিজ্ঞাপনের পাশাপাশি ডেঙ্গি সচেতনতার হোর্ডিং লাগিয়ে দেওয়া হবে। এই গোটা ব্যবস্থাপনায় মনিটরিং করা হবে। কলকাতা পুরসভার পাশাপাশি পুলিশও সহযোগিতা করবে। বার পুরনো ছন্দে ফিরছে দুর্গাপুজো। তাই কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটুক সেদিকেই লক্ষ্য রাখা হবে।

বন্ধ করুন