বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Idol Immersion: প্রতিমা নিরঞ্জনে গঙ্গার ঘাটে চূড়ান্ত প্রস্তুতি পুরসভার, মাঠে নামছে পুলিশও

Idol Immersion: প্রতিমা নিরঞ্জনে গঙ্গার ঘাটে চূড়ান্ত প্রস্তুতি পুরসভার, মাঠে নামছে পুলিশও

প্রতিমা নিরঞ্জনের জন্য গঙ্গার বিভিন্ন ঘাটে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাটে ডিএমজি’‌র মোট ৬২টি দল মোতায়েন থাকছে। পুলিশের লঞ্চ দিনভর টহল দেবে গঙ্গার বুক চিড়ে। ৭টি ঘাটে ওয়াচ টাওয়ার থাকছে কলকাতা পুলিশের। চারটি ব্যস্ততম ঘাটে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩ জন ডিসি পদমর্যাদার পুলিশ অফিসার।

এখন বিষাদের সুর বাঙালির মননে। বিসর্জনের প্রস্তুতি শুরু হয়েছে মণ্ডপে মণ্ডপে। দশমীতে বাড়ির ঠাকুরই বেশি বিসর্জন হতে দেখা যায় কলকাতায়। একাদশী থেকে ক্লাবগুলির নিরঞ্জন পর্ব চলতে থাকে। তবে বিসর্জন পর্ব চলবে ৫ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত। আজ, বুধবার দশমীর সকালেও রাস্তায় উৎসবপ্রেমী মানুষের ভিড় দেখা গিয়েছে। রাত জেগে ঠাকুর দেখে বাড়ি ফিরছেন দলে দলে মানুষ। আবার ভোর ভোর বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন অনেকে। শেষবেলায় ফাঁকায় ফাঁকায় প্রতিমাদর্শন সেরে নিচ্ছেন কেউ কেউ। তবে বিসর্জন নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ।

কেমন ব্যবস্থা করা হচ্ছে?‌ কলকাতা পুরসভা সূত্রে খবর, প্রতিমা নিরঞ্জনের জন্য গঙ্গার বিভিন্ন ঘাটে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্রেন থেকে স্বেচ্ছাসেবক, সবকিছুর বন্দোবস্ত রাখা হচ্ছে। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিসর্জন শুরু হবে বলেই খবর। সব কিছু যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়, তার জন্য কোথাও কোনও খামতি রাখতে নারাজ পুরসভা। এমনকী যাতে প্রতিমা নিরঞ্জনে গঙ্গা দূষণ না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। কলকাতা পুরসভার একাধিক স্বেচ্ছাসেবক একদিকে প্রতিমা নিরঞ্জনে সাহায্য করবে, অন্যদিকে গঙ্গার দূষণ রুখতে পদক্ষেপ করবে।

কলকাতা পুলিশ কী ব্যবস্থা নিচ্ছে?‌ কলকাতা পুলিশ সূত্রে খবর, গঙ্গার ২৯টি ঘাট এবং আদিগঙ্গার ৫টি ঘাটে কড়া পুলিশের নজরদারি রাখা হচ্ছে। আবার শহরের ৩৫টি জলাশয়েও থাকছে বিশেষ নজরদারি। বাগবাজার, নিমতলা, বাজা কদমতলা এবং গোয়ালির ঘাটে স্পিড বোটে ২টি ডিএমজি টিম মোতায়েন থাকবে। এই টিমগুলি আবার সাঁতারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।

আর কী ব্যবস্থা রাখা হচ্ছে?‌ কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাটে ডিএমজি’‌র মোট ৬২টি দল মোতায়েন থাকছে। পুলিশের লঞ্চ দিনভর টহল দেবে গঙ্গার বুক চিড়ে। ৭টি ঘাটে ওয়াচ টাওয়ার থাকছে কলকাতা পুলিশের। চারটি ব্যস্ততম ঘাটে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩ জন ডিসি পদমর্যাদার পুলিশ অফিসার। মোতায়েন থাকছে মোট ২৫টি স্পিড বোট। গঙ্গায় টহল দেবে রিভার ট্র্যাফিক পুলিশের জেট স্কি বলে সূত্রের খবর।

বাংলার মুখ খবর

Latest News

ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.