বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > KMC : বিরোধী শূন্য ১১টি বরো, টিমটিম করে এখানে ওখানে জ্বলছে বাম-BJP-কংগ্রেসের আলো

KMC : বিরোধী শূন্য ১১টি বরো, টিমটিম করে এখানে ওখানে জ্বলছে বাম-BJP-কংগ্রেসের আলো

তৃণমূল কর্মী-সমর্থকদের উল্লাস (ছবি সৌজন্যে এএনআই) (Saikat Paul)

যেই পাঁচটি বরোতে বিরোধীদের অস্তিত্ব রয়েছে, তা অতি নগন্য।

মঙ্গলবার পুরভোট গণনার দিন কলকাতার উপর দিয়ে বয়ে গিয়েছে ছোটখাটো ‘সবুজ সুনামি’। তৃণমূলের দাপটে বাম, বিজেপি, কংগ্রেস সম্মিলিত ভাবে ১০টি আসন পেতে অক্ষম হয়েছে। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল একাই দখল করেছে ১৩৪টি। জিতেছেন তিন নির্দল প্রার্থী। তাঁরা আবার তৃণমূলেই যোগ দিতে ইচ্ছুক। এই আবহে কলকাতা পুরসভার ১৬টি বরোর সবকটিই দখল করেছে ঘাসফুল শিবির। ২০১৫ সালেও এই কৃতিত্ব অর্জন করেছিল তৃণমূল। তবে এবার তৃণমূলের জন্য বাড়তি পাওনা এই যে, ১৬টি বরোর ১১টি বিরোধী শূন্য।

 ১, ২, ৩, ৬, ৭, ৮, ৯, ১২, ১৩, ১৪ এবং ১৬ নম্বর বরোতে তৃণমূল ছাড়া অন্য কোনও দলের কোনও প্রার্থী জেতেননি। বিধানসভা নির্বাচনের নিরিখে তৃণমূলের ভোটের হার পুরভোটে বেড়েছে ১৫ শতাংশ। তারই প্রতিফলন স্বরূপ বিরোধী শূন্য হয়েছে ১১টি বরো। অবশ্য, যেই পাঁচটি বরোতে বিরোধীদের অস্তিত্ব রয়েছে, তা অতি নগন্য। 

৪ নং বরোর ১০টির মধ্যে থেকে দুটি ওয়ার্ডে জিতেছে বিজেপি। ৫ নম্বর বরোতে ১১টি ওয়ার্ডের মধ্যে একটি করে আসন জিতেছে বিজেপি, কংগ্রেস ও নির্দল। ১০ নম্বর বরোতে আছে ১২টি ওয়ার্ড। সেখানে একটিতে জিতেছে বামেরা। ১২ নং বরোর সাতটি ওয়ার্ডের মধ্যেও টিমটিম করে জ্বলছে একটি লাল আলো। এদিকে ১৫ নম্বর বরোতে জিতেছেন এক কংগ্রেস প্রার্থী। সাথে দুই নির্দলও জয়ী এই বরোতে। যদিও নির্দলরা জিতেই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে।  

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

চাঁদের গৃহে মঙ্গলের প্রবেশ, ৪ রাশির জন্য আলোর উৎসব দীপাবলি আনবে সমৃদ্ধির জোয়ার ইঙ্গিত দিয়েছিলেন আগেই, দুই থেকে তিন হচ্ছেন, খুশির খবর জানালেন অক্ষর প্যাটেল চাকরি ছাড়েননি, শুধু ডিউটি করবেন না, ‘গণইস্তফা’ আরজি করের সিনিয়র ডাক্তারদের! ২৭ বছর পরে এমন সাফল্য, মুম্বইয়ের রাস্তায় ট্রফি হাতে রাহানে-সরফরাজদের উত্তাল নাচ নিউ ইয়র্কের গিয়েও মহা বিড়ম্বনায়! সেখানেও সেই 'হাওয়াই চটি'ই ভরসা গায়িকা সঞ্চিতার ঢোল-তাসা-স্লোগানে টিম ইন্ডিয়াকে স্বাগত জানাল দিল্লি! আনন্দে নেচে উঠলেন সূর্য ডায়মন্ডহারবার পুলিশ জেলার ডগ স্কোয়াড আরও শক্তিশালী, নতুন দুই সদস্যের নাম কী? অক্টোবর ৫ রাশির জন্য হতে চলেছে সৌভাগ্যর, লক্ষ্মীর কৃপায় এরা ধন সম্পদে হবে সমৃদ্ধ ‘সব জায়গায় ধর্ষকরা তৃণমূলের লোক’ ভোটের রেজাল্ট আপডেট করছে না কমিশন, পিছিয়ে পড়তেই দাবি কংগ্রেসের, হাসছে বিজেপি!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.