গার্ডেনরিচে নির্মীয়মাণ ভবন ধসে পড়ে বহু মানুষের মৃত্যু হয় এই সম্প্রতি। সেই ঘটনার পরই নির্মীমাণ ভবনের সুরক্ষা নিয়ে নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। এই আবহে নয়া নিয়ম কার্যকর করল কলকাতা পুরসভা। নিয়ম অমান্য করলে জরিমানার বিধান আছে। নতুন ফ্ল্যাট বাড়ি তৈরি করার আগে পুরনো বাড়ি ভাঙা হয় বহু জায়গায়তেই। সেই সময় পুরনো ভাঙা বাড়ির যে সব নির্মাণ বর্জ্য জমা হয়, তা পুরসভাকে হস্তান্তর করা বাধ্যতামূলক। নকশা অনুমোদন দেওয়ার সময়ই বর্জ্যের পরিমাণ অনুমান করে কলকাতা পুরসভা তা সরানোর জন্যে টাকা নিয়েও থাকে। (আরও পড়ুন: ৫ ডিগ্রি নামবে কলকাতার পারদ! দক্ষিণবঙ্গে এবার লাগাতার বৃষ্টির পূর্বাভাস)
আরও পড়ুন: গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের চাহিদা,সমস্যা মেটাতে ১০০ দাওয়াই CESC'র
আরও পড়ুন: ৬ দিনে ৪ দফায় কমল সোনার দাম, শুক্রে তিলোত্তমায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু?
তবে সম্প্রতি অভিযোগ উঠেছে, বহু বাড়ি ভাঙা বা তৈরির সময় জমা হাওয়া নির্মাণ বর্জ্য পুরসভাকে হস্তান্তর করা হচ্ছে না। আর এই পরিস্থিতিতে আরও কড়া হচ্ছে পুরসভা। এই আবহে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে নতুন বাড়ির ভিত তৈরির পর পুরসভার সেখানে পরিদর্শনে যাবেন পুর ইঞ্জিনিয়াররা। সেই সময় বর্জ্য হস্তান্তর সংক্রান্ত বিল দেখাতে হবে। নয়া নিয়মে, পরিদর্শনের সময় যদি পুর ইঞ্জিনিয়ারদের নির্মাণ বর্জ্য সরানোর বিল না দেখানো যায়, তাহলে তখনই কাজ বন্ধ করে দেওয়া হবে। এছাড়া মোটা টাকার জরিমানার বিধানও রাখা হয়েছে। শহরকে পরিষ্কার- পরিচ্ছন্ন রাখতেই এই কড়াকড়ি বলে জানানো হয়েছে পুরসভার তরফ থেকে। (আরও পড়ুন: কলকাতায় মাথাপিছু ১৫০ লিটার থেকে জলের চাহিদা বেড়ে ৪৫০! সঙ্গে নামছে গঙ্গার জলস্তর)
আরও পড়ুন: মূল সিগন্যাল লাল হলেও এগোচ্ছে লোকাল ট্রেন! শিয়ালদায় বিপদের শঙ্কায় নিত্যযাত্রীরা
আরও পড়ুন: 'গলার কাঁটা' বউবাজারে নিখুঁত 'সার্জারি' মেট্রোর, ক'দিনেই সম্পন্ন বড় কাজ
এদিকে গার্ডেনরিচ কাণ্ডের পরও কলকাতায় একাধিক জায়গায় বিল্ডিংয়ের অংশ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। শহরবাসীর কাছে এখন এটা একটা আতঙ্কে পরিণত হয়েছে। এই আবহে সম্প্রতি বড় পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। রিপোর্ট অনুযায়ী, এবার থেকে এক কাঠা জমির ওপরে বাড়ি তুললেও বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেবে পুরসভা। এর আগে এক-দেড় কাঠার ছোট জমিতে কোনও নির্মাণের প্ল্যানে অনুমোদনের বালাই ছিল না। তবে পুরসভার তরফে এখন বলা হয়েছে, এবার থেকে এক কাঠা জমিতেও বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেবে কলকাতা পুরসভা। যতটুকু জমি, তা বুঝে ছাড় দিয়ে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট দেখে নিয়ে অনুমোদন দেওয়া হবে নির্মাণের। অবশ্য ছোট জমিতে কেউ কিছু নির্মাণ করলে তা বেশিরভাগ ক্ষেত্রেই কোনও গরিব মানুষের ঘর হতে পারে। সেই ক্ষেত্রে অনুমোদন ফি খুব যৎসমান্য নেওয়া হবে বলে জানা গিয়েছে।