বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Illegal building demolition by KMC: শহরজুড়ে অবৈধ নির্মাণ ভাঙতে অভিযান পুরসভার, বিশেষ নির্দেশ ইঞ্জিনিয়ারদের

Illegal building demolition by KMC: শহরজুড়ে অবৈধ নির্মাণ ভাঙতে অভিযান পুরসভার, বিশেষ নির্দেশ ইঞ্জিনিয়ারদের

চলছে কলকাতা পুরসভার অভিযান। প্রতীকী ছবি

উৎসবের মরশুমে যে সমস্ত এলাকাগুলিতে অবৈধ নির্মাণের কাজ হয়েছে তার মধ্যে রয়েছে পার্ক সার্কাস, তিলজালা, ট্যাংরা, বুরাবাজার, রফি আহমেদ কিদওয়াই রোড, বেলেঘাটা, গার্ডেনরিচ, একবালপুর, বেহালা, যাদবপুর-টালিগঞ্জ বেল্ট এবং ইএম বাইপাস সংলগ্ন কিছু এলাকা।

উৎসবের দিনগুলিতে নজরদারি কম থাকায় শহরের বিভিন্ন বোরো এলাকায় অবৈধ নির্মাণ বেড়েছে। সেই সমস্ত অবৈধ নির্মাণকে ভাঙতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিমের কাছ থেকে নির্দেশ পেয়েই পুরসভার কমিশনার বিনোদ কুমার সংশ্লিষ্ট বোরোর ইঞ্জিনিয়ারদের বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে বলেছেন। নির্মাণ ভাঙার কাজে ওই সমস্ত ইঞ্জিনিয়ারদের তদারকি করতে বলেছেন পুর কমিশনার।

পুরসভা সূত্রের খবর, উৎসবের মরশুমে যে সমস্ত এলাকাগুলিতে অবৈধ নির্মাণের কাজ হয়েছে তার মধ্যে রয়েছে পার্ক সার্কাস, তিলজালা, ট্যাংরা, বুরাবাজার, রফি আহমেদ কিদওয়াই রোড, বেলেঘাটা, গার্ডেনরিচ, একবালপুর, বেহালা, যাদবপুর-টালিগঞ্জ বেল্ট এবং ইএম বাইপাস সংলগ্ন কিছু এলাকা। মঙ্গলবার পুরসভার একটি দল বেনিয়াপুকুর এলাকায় এমনই একটি বেআইনি নির্মাণ ভাঙতে গিয়েছিল। ওই দল পুলিশের উপস্থিতিতে একটি চারতলা বিল্ডিংয়ের ছাদের একটি ছোট অংশ ভেঙে ফেলে। তবে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ ওই দলকে পিছু হটতে হয়।

পুরসভার বিল্ডিং বিভাগের একজন আধিকারিক জানিয়েছে, এই সমস্ত অবৈধ নির্মাণ ভাঙার জন্য একটি দল নিযুক্ত করা হয়েছে। পুরসভার কর্মকর্তাদের মতে, পুরো শহর জুড়ে অবৈধ নির্মাণ ভাঙতে একটি দল গঠন না করে প্রতিটি বোরো এলাকায় দল গঠন করা হলে এই প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন হবে। এই প্রক্রিয়াকে দ্রুততর করার জন্য নির্দিষ্ট বরোগুলিতে ছোট দল মোতায়েন করতে হবে বলে ওই আধিকারিক জানিয়েছেন। তাছাড়া প্রোমোটাররা যাতে এই অভিযানে বাধা দিতে না পারে তার দিকেও নজর রাখছে পুরসভা।

বন্ধ করুন